প্রেস কাউন্সিলের সদস্য হয়েছেন ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক

0

প্রেস কাউন্সিলের সদস্য হয়েছেন ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক

 

জ্যেষ্ঠ প্রতিবেদক
২৯ জুলাই ২০২৫,
প্রেস কাউন্সিলের সদস্য হয়েছেন ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক  মাহফুজ আনামসহ ১২ জন। সোমবার (২৮ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে জানানো হয়, প্রেস কাউন্সিল আইন অনুযায়ী প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে তাদের মনোনয়ন গেজেট আকারে প্রকাশের জন্য এ প্রজ্ঞাপন জারি করা হলো।
সদস্য হলেন যারা– বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আকতার মালা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, নিউ এইজের সম্পাদক নুরুল কবির, দৈনিক বণিকবার্তার প্রকাশক ও সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. রমিজ উদ্দিন চৌধুরী, নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) উপদেষ্টা আখতার হোসেন খান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান জয়নুল আবেদীন।
Leave A Reply

Your email address will not be published.