মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ বাংলাদেশিকে আটক

0

মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ বাংলাদেশিকে আটক

 

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুলাই ২০২৫,
মালয়েশিয়ার কুচিং আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে নামার সাথে সাথে ১৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার (২৯ জুলাই) এক পোস্টে সংস্থাটি বলেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কুয়ালামপুর থেকে বিমানে করে সারাওয়াকের কুচিংয়ে আসেন তারা।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে— প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে তাদের বৈধভাবে প্রবেশের কোনো রেকর্ড নেই। পরবর্তীতে আরও যাচাই বাছাই করে দেখা যায়, তাদের পাসপোর্টে ইমিগ্রেশন বিভাগের নকল স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে। এরমাধ্যমে মূলত ইমিগ্রেশন কর্মকর্তাদের বোকা বানাতে চেয়েছিল তারা।

ধারণা করা হচ্ছে, এই বাংলাদেশিরা দালালদের প্রতারণার শিকার হয়েছেন। মালয়েশিয়ার সারাওয়াকে নেওয়ার কথা বলে তাদের থেকে দালালরা ৫ থেকে ৬ লাখ টাকা করে নিয়েছে।

আটকদের সবাইকে সেমুজা ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নেওয়া হয়েছে। এখন তাদের বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর অধীনে তদন্ত চলছে।

এরআগে গত ২৫ জুলাই মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০ বাংলাদেশিসহ ৯৯ বিদেশিকে দেশে ফেরত পাঠানো হয়। নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ হতে না পারায় তাদের মালয়েশিয়ায় প্রবেশে অনুমতি দেওয়া হয়নি বলে জানায় মালয়েশিয়ার ন্যাশনাল নিউজ এজেন্সি বারনামার।

ওইদিন বিমানবন্দরের টার্মিনাল-১-এ পরিচালিত সাত ঘণ্টার বিশেষ অভিযানে ৪০০ জনের বেশি যাত্রীর বিস্তারিত তথ্য যাচাই করে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। উচ্চ ঝুঁকিপূর্ণ ফ্লাইটের যাত্রীদের লক্ষ্য করে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এরপর বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয় তাদের।

সূত্র: মালয়মেইল

Leave A Reply

Your email address will not be published.