খাগড়াছড়িতে ফুটপাত ব্যবসায়ীদের দখলে , ভোগান্তিতে পথচারী

0

খাগড়াছড়িতে ফুটপাত ব্যবসায়ীদের দখলে , ভোগান্তিতে পথচারী

 

আরিফুল ইসলাম মহিন, স্টাফ রিপোর্টার:

৩১ জুলাই ২০২৫

খাগড়াছড়ি শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ বাজার এলাকাগুলোতে কোটি কোটি টাকা ব্যায়ে মানুষের চলাচলের জন্য তৈরি করা ফুটপাত দখলের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ পথচারীরা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দোকানদাররা পণ্যের পসরা সাজিয়ে ফুটপাতের বড় অংশজুড়ে বসে থাকেন। ফলে নির্ধারিত পথ না পেয়ে বাধ্য হয়ে অনেককেই মূল সড়ক দিয়ে চলাচল করতে হয়, যা থেকে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

বিশেষ করে খাগড়াছড়ির শহীদ কাদের সড়ক, মসজিদ রোড, কলেজ রোড,পানখাইয়া পাড়া সড়ক, শুটকি বাজার, শাপলা চত্বর ও চেঙ্গী স্কোয়ার এলাকায় এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে। ব্যবসায়ীরা ফুটপাতকে নিজেদের দোকানের সম্প্রসারণ হিসেবেই ব্যবহার করছেন। কোথাও কোথাও রাস্তার উপরই ত্রিপল টানিয়ে বসানো হচ্ছে অস্থায়ী দোকান।

মিলনপুর সড়কে পুরো ফুটপাত ফার্নিচার ব্যবসায়ীদের দখলে। ফুটপাতের উপর চলে ফার্নিচার ঘষামাঝা। পৌরসভা কর্তৃপক্ষ যেনো এক প্রকার নির্বিকার।

পথচারীদের অভিযোগ, একদিকে যানজট, অন্যদিকে ফুটপাত দখল – দুই মিলিয়ে শহরে চলাফেরা করা দুর্বিষহ হয়ে উঠেছে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও বয়স্কদের জন্য বিষয়টি আরও বিপজ্জনক।

স্থানীয় এক পথচারী জানান, “ফুটপাত হেঁটে যাওয়ার জায়গা না পেয়ে প্রায়ই মূল রাস্তায় নামতে হয়। এতে গাড়ির ধাক্কা লাগার আশঙ্কা থাকে। প্রশাসনের নজরদারি দরকার।”

পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, মাইকিং করে বাজারের সকল ব্যবসায়ীদের জানানো হবে। এটাই চুড়ান্ত। এরপর আমরা অভিযান চালিয়ে ফুটপাতে যা পাবো সবকিছু উচ্ছেদ করে নিয়ে আসবো। কারো কোনো অনুরোধ রাখা হবেনা।

সাধারণ মানুষের দাবি, নিয়মিত মনিটরিং ও কঠোর ব্যবস্থা ছাড়া এই সমস্যা থেকে মুক্তি মিলবে না। একইসঙ্গে ব্যবসায়ীদের সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

Leave A Reply

Your email address will not be published.