আমার স্বামীকে ফিরিয়ে দিন স্ত্রীর আকুল আবেদন
‘আমার স্বামীকে ফিরিয়ে দিন’ স্ত্রীর আকুল আবেদন
রাজধানীর মালিবাগ এলাকা থেকে নাইমুর রহমান সিফাত (২৯) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সিফাতের পরিবার জানিয়েছে, গত ১৯ জুলাই সন্ধ্যায় ল্যাপটপ সার্ভিসিংয়ের জন্য বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেননি তিনি।
সিফাতকে দ্রুত খুঁজে বের করার দাবিতে শুক্রবার (০১ আগস্ট) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তার পরিবার ও বন্ধুরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নাঈমুর রহমান সিফাতের বাবা, মোহাম্মদ নুরনবী, সিফাতের সহধর্মিনী আঞ্জুমান জারা। সিফাতকে দ্রুত ফিরে পেতে সবার সহযোগিতা চান সিফাতের পরিবার। সিফাতের কথা বলতে গিয়ে বারবার ভেঙ্গে পড়েন আঞ্জুমান জারা।
মানববন্ধনে তিনি বলেন, নিখোঁজের পরের দিন পৃথক দুই মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে সিফাতের অপহরণের কথা বলে মুক্তিপণ চাওয়া হয়। মুক্তিপণ হিসেবে দাবি করা ১৬ হাজার টাকা নগদের মাধ্যমে অপহরণকারীদের দেওয়া নম্বরে পাঠানো হয়। তবে ঘটনাটি পুলিশকে জানানোর পর থেকে ওই নম্বরগুলো বন্ধ পাওয়া যাচ্ছে।
আঞ্জুমান জারা জানান, নিখোঁজের পরপরই তারা স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেছেন এবং পরিচিত জায়গাগুলোতে খোঁজখবর নিয়েছেন। তবে এখনও পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, সিফাত খুবই শান্ত ও দায়িত্ববান মানুষ। হঠাৎ করে এভাবে নিখোঁজ হয়ে যাওয়া আমাদের জন্য ভয়ংকর আতঙ্কের। আমাদের দুশ্চিন্তায় দিন কাটছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বেদন করছি, আপনারা সিফাতকে উদ্ধার করুন।
মানববন্ধনে তার পরিবার ও বন্ধুরা বলেন, হঠাৎ করে সিফাতের নিখোঁজ হওয়া এবং এরপর মুক্তিপণ দাবি করে চাঁদা দাবি করায় আতঙ্কিত ও দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা। এ ঘটনায় উদ্বিগ্ন স্বজনেরা তার সন্ধান পেতে আইনশৃঙ্খলাবাহিনীর সহায়তা কামনা করেছেন।
এদিকে পরিবারের সদস্যরা জানান, গত মাসের ১৯ জুলাই সিফাত রাজধানীর মাল্টিপ্লান মার্কেটের একটি ল্যাপটপ সার্ভিসিং দোকানে গিয়েছিলেন। দোকান থেকে কাজ শেষে বাসায় ফেরার কথা থাকলেও তিনি আর ফেরেননি। সন্ধ্যার কিছু পর স্ত্রীর মোবাইলে কল দিয়ে বলেন, ‘আমি এখন মালিবাগে আছি।’ সেটিই ছিল সিফাতের সঙ্গে তার পরিবারের শেষ যোগাযোগ। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ এবং তিনি সম্পূর্ণরূপে নিখোঁজ রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নাইমুর রহমান সিফাতের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে। বর্তমানে তিনি তার স্ত্রীসহ ঢাকার খিলগাঁওয়ের তিলপাপাড়ায় বসবাস করছিলেন।
মানববন্ধন থেকে সিফাতের পরিবার আবেদন জানিয়েছে, কেউ নাইমুর রহমান সিফাতকে দেখে থাকেন বা তাঁর সম্পর্কে কোনো তথ্য পান, নিম্নোক্ত নম্বর দুটিতে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। নম্বর দুটি হলো— ০১৭৪৩০৪২৭৫২, ০১৭১৬২৩২৪৭৩।