জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান

0

জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান

 

নিজস্ব প্রতিবেদক
১ আগস্ট ২০২৫

জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে ঝুম বৃষ্টির মধ্যেও আজও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই যোদ্ধারা। একই দাবিতে শহীদ পরিবারের সদস্যরাও শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সারারাত শাহবাগে অবস্থান নিয়ে শুক্রবার সকাল থেকে আবারও সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন তারা।

এতে শাহবাগের প্রধান সড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল। ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজে বের হওয়া মানুষ। অন্যদিকে, আন্দোলনকে কেন্দ্র করে শাহবাগে নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে পুলিশ ও বিজিবি।

আন্দোলনকারীরা বলেন, এখনো জুলাই সনদ না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। বারবার এ দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি। দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। এর আগে বৃহস্পতিবার সকালে থেকে শুরু হয় তাদের এ অবস্থান কর্মসূচি।

জুলাই সনদ তাদের অধিকার জানিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা। জুলাই সনদ নিয়ে আশ্বাস পূরণ না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তেরি করে অবস্থান করবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জুলাই যোদ্ধারা।

 

Leave A Reply

Your email address will not be published.