রাজধানীর হাজারীবাগে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

0 ৩৩

রাজধানীর হাজারীবাগে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

 

ঢামেক প্রতিবেদক
১ আগস্ট ২০২৫
রাজধানীর হাজারীবাগে পূর্বশত্রুতার জেরে রওশন আরা (৬৫) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১ আগস্ট) ভোর ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রওশন আরা হাজারীবাগের ৫ নম্বর কালু নগর বেড়িবাঁধ সংলগ্ন এলাকার আমজাদ হোসেনের স্ত্রী বলে জানিয়েছেন স্বজনরা।

নিহতের মেয়ে রুনা আক্তার বলেন, গতরাতে আমাদের বাড়ির সামনেই ৩/৪ জন দুর্বৃত্ত আমার মাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ ভোরে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান আমার মা আর বেঁচে নেই।

রুনা আক্তার আরও বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে তাদের বিরোধ চলছিল। সেই শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই বৃদ্ধার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.