তিতুমীর কলেজের ৭০০ জন ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ নষ্টকারী অধ্যাপক মালেকা আক্তার বানু
রাজধানী তিতুমীর কলেজের ৭০০ জন ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ নষ্টকারী অধ্যাপক মালেকা আক্তার বানুকে চাকুরী’চ্যুত করার আহব্বান জামালপুর বাসির-
মোঃ আহসান হাবীব সুমন, নিজেস্ব প্রতিবেদক :
Aug 2, 2025 at 16:47
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই /২০২৪ আন্দোলনের সময় রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ৭০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার বাদী হয় ফ্যাসিস্ট সরকারের এই দোসর আলোচনায় সমালোচনা আসা অধ্যাপক মালেকা আক্তার বানু। এই অধ্যাপক মালেকা আক্তার বানুর অপকর্মে উত্তপ্ত পরিবেশ বিরাজমান থাকতো শিক্ষাঙ্গ, আওয়ামীলীগ সরকারের এই পেতাত্মা অধ্যাপক ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী পরিষদের বিভিন্ন এমপি মন্ত্রীদের নাম ভাঙ্গিয়ে তিতুমীর কলেজে করতো নির্যাতন, নিপীড়ন, দমন, শোষণ! এতে করে ক্ষান্ত হননি বানু, সাবেক ফ্যাসিস্ট সরকারের এমপি মির্জা আজমের দাপটে ঘোষ বাণিজ্য থেকে শুরু করে শিক্ষক বদলীর মহা’রানী হয়ে উঠেন এই অধ্যাপক বানু । তার নাম শুনলেই ভয়ে মুখ খুলতে সাহস পেত’না তিতুমীর কলেজের প্রধান থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর কর্মচারীবৃন্দ চাকুরী হারানোর ভয়ে।
যখন এই রাক্ষসী হায়েনা সরকার বাংলাদেশ থেকে পলায়ন করেন ভারতে তার পরথেকেই বানু পরেন বিতর্কে। আওয়ামী লীগের ধূসর হিসেবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এর মধ্য দিয়ে যদি আওয়ামী পরিবার পালিয়ে যায় তাহলে এই অধ্যাপক ৭০০ ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ কে ধ্বংস করে সে কি করে শিক্ষাঙ্গনে অধ্যায়নরত রয়?কাদের জুরে এখনো শিক্ষকতা করছেন প্রশ্ন সুশীল সমাজ ও গুণী’জনদের।
জনমহলে শিক্ষাঙ্গন নিয়ে আতঙ্কের ছাপ শিক্ষা বোর্ড বানু কে বদলি করেছে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদে পদোন্নতিতে কি করে এই অধ্যক্ষ পদে বহাল থাকে যে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নষ্টকারী কাদের ছায়াতলে পুনরায় এবার তাকে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে পদায়ন করা হয়েছে? সোমবার (২৮ জুলাই) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। অধ্যাপক মালেকা বানুকে পদায়নের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তা-কে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।
বর্ণিত কর্মকর্তা আগামী ০৩ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন। বর্ণিত কর্মকর্তা আবশ্যিকভাবে তার পিডিএস এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এর আগে, তার নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলন করেছিলেন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বায়জিদুর রহমান সিয়াম বলেন, স্বৈরাচারের পদলেহনকারী এমন একজন শিক্ষক ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে পা রাখার সাহস পায় কীভাবে, আমরা অবাক! ১৪০০ ছাত্র-জনতার রক্তের দাগ এখনো রাজপথে লেগেআছে।
আমরা তার নিয়োগ বাতিল না হলে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেব এবং তাকে আমরা শিক্ষক হিসাবে দেখতে চাই না বাংলাদেশে। একই ধারাবাহিকতায় জামালপুর জেলাতেও অধ্যাপক মালেকা আক্তার বানুর বিরুদ্ধে ছাত্রসংগঠন ও ছাত্রসমাজ প্রতিরোধ গড়ে তুলবে বলে জানান গণ’মাধ্যম কর্মীদের।