নারায়ণগঞ্জ -৫ থেকে ঢাকায় আসছে সুসজ্জিত মিছিল, তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রস্তুত নেতাকর্মীরা
নারায়ণগঞ্জ -৫ থেকে ঢাকায় আসছে সুসজ্জিত মিছিল, তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রস্তুত নেতাকর্মীরা
নারায়ণগঞ্জ প্রতিনিধি ;
Aug 3, 2025 at 20:41
জুলাই আমাদের আন্দোলনের প্রতীক, আগস্ট আমাদের বিজয়ের প্রত্যয়—এই প্রতিপাদ্য সামনে রেখে আগামী ৬ আগস্ট বিএনপির কেন্দ্রীয় বিজয় মিছিলে অংশ নিতে নারায়ণগঞ্জ-৫ আসনের নেতাকর্মীরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।
বিএনপির ঘোষিত গণঅভ্যুত্থানের বিজয় দিবস ও বিজয় মিছিল অনুষ্ঠিত হবে আগামী বুধবার, ৬ আগস্ট, বিকাল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। দলটির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী এতে অংশ নেবেন বলে জানিয়েছে বিএনপি।
নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত নির্বাচনি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ এক বিবৃতিতে জানান,
জুলাই আমাদের আন্দোলনের প্রতীক, আগস্ট আমাদের বিজয়ের প্রত্যয়। তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার আন্দোলনে নারায়ণগঞ্জ-৫ এর প্রতিটি নেতা-কর্মী প্রস্তুত। আমরা ঢাকায় কেন্দ্রীয় বিজয় র্যালিতে শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করব।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-৫ এর প্রতিটি থানা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা সুসজ্জিত ব্যানার ও শৃঙ্খলাবদ্ধ মিছিল নিয়ে র্যালিতে অংশগ্রহণ করবেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে এখনই সময় ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর।
বিএনপির দাবি, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৩ আগস্টকে মনে রাখা হয় “৩৪ জুলাই” হিসেবে—যেখানে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্নে দেশের মানুষ দিন গুনছিল। সেই প্রসঙ্গ টেনে দলটি বলছে, জনগণের অধিকার ফিরিয়ে আনতে তাদের আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে।
নারায়ণগঞ্জ-৫ এর বিএনপি সকল দেশপ্রেমিক নাগরিক, সমর্থক ও শুভানুধ্যায়ীকে ৬ আগস্টের কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।
বিএনপির নেতাকর্মীদের মতে, জয় তাদের হবেই, কারণ আন্দোলনই তাদের পথ।