সাভারে আস-হাবুল ইয়ামিন হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানা
সাভারে আস-হাবুল ইয়ামিন হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানাভুক্ত এএসআই মোহাম্মদ আলী গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক, সাভার:
Aug 3, 2025 at 22:38
সাভারে বহুল আলোচিত আস-হাবুল ইয়ামিন হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (ICTBD) গ্রেফতারি পরোয়ানাভুক্ত এএসআই (সশস্ত্র) মোহাম্মদ আলী (৩১)-কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন পলাতক থাকা এই পুলিশ সদস্যকে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মুরাপাড়া এলাকা থেকে ৩ আগস্ট ভোর আনুমানিক ৬টায় গ্রেফতার করা হয়।
আসামি মোহাম্মদ আলীর বিরুদ্ধে সাভার মডেল থানার মামলা নং ০৩(০৯)২৪ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (ICTBD) কেস নম্বর ১৪/২৫ অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
জানা গেছে, তিনি হত্যা মামলাটির গুরুত্বপূর্ণ অভিযুক্ত হিসেবে তদন্তের সময় থেকে পলাতক ছিলেন। তাকে গ্রেফতারের বিষয়টি সাভার মডেল থানার দায়িত্বশীল এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা বলেন,
“আইন সবার জন্য সমান। যে-ই হোক, অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে। মোহাম্মদ আলীর মতো পেশাদার ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ দুঃখজনক। আমরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।”
এদিকে এই গ্রেফতারের খবরে সাভার ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত আস-হাবুল ইয়ামিনের পরিবার পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং দ্রুত বিচার প্রক্রিয়া শুরুর দাবি জানিয়েছে।
প্রসঙ্গত: আস-হাবুল ইয়ামিন হত্যা মামলাটি দীর্ঘদিন ধরে বিচারাধীন এবং স্থানীয়ভাবে আলোচিত। এই ঘটনায় পুলিশের সদস্যের সম্পৃক্ততা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় প্রশ্ন তুলে দিয়েছিল।