২৫,২৬,২৭ নং ওয়ার্ডের নতুন সদস্য ফরম সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম-২০২৫
২৫,২৬,২৭ নং ওয়ার্ডের নতুন সদস্য ফরম সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম-২০২৫
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
Aug 3, 2025 at 16:05
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন আনু বলেছেন, “বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিকে সফল করতে যিনি নীরবে-নিভৃতে কাজ করে যাচ্ছেন, তিনি মাসুদুজ্জামান মাসুদ। তিনি একসময় বিএনপি ও যুবদলের সক্রিয় নেতা ছিলেন। তিনি শুধু রাজনৈতিকভাবে নয়, মানবিকভাবে একজন সামর্থ্যবান, মেধাবী ও যোগ্য ব্যক্তি।”
শুক্রবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আনোয়ার হোসেন আনু আরও বলেন, “করোনা মহামারির সময়ে তিনি নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, হাসপাতাল, কাউন্সিলরদেরকে আর্থিক সহায়তা করেছেন। তিনি বলেছিলেন—‘টাকা দিয়ে কি করবো? টাকা তো আমাকে বাঁচাবে না, আগে মানুষকে বাঁচাও।’ এই মনোভাবই একজন মানবিক রাজনীতিবিদের পরিচয় দেয়।”
তিনি আরও বলেন, “৫ আগস্টের পর দেশের একটি অংশ যখন চরম অভাব-অনটনে ভুগছিল, তখন তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো উপহার সামগ্রী তিনি নিজে নারায়ণগঞ্জ মহানগর নেতাদের হাতে তুলে দেন এবং তা বন্দর ও সদর উপজেলায় বিতরণ করা হয়। এ ধরনের উদারতা ও মানবিকতা আমাদের রাজনীতিকে আলোকিত করে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য মো. ফারুক হোসেন, এডভোকেট বিল্লাল হোসেন, মো. আলমগীর হোসেন, মো. সাইফুল ইসলাম রিপন, মো. ফারুক আহম্মেদ রিপন, মো. মনোয়ার হোসেন শোকন, মহানগর মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজেদা খাতুন মিতা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সাখাওয়াত ইসলাম রানা, যুবদলের সাবেক নেতা সারোয়ার মুজাহিদ মুকুল, মো. সরকার আলম, ইছাল উদ্দিন মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।