দু:সময়ে পাটগ্রাম ও হাতীবান্ধার মানুষের পাশে ছিলাম এখনো পাশে থাকতে চাই “ব্যারিস্টার হাসান রাজিব প্রধান “
দু:সময়ে পাটগ্রাম ও হাতীবান্ধার মানুষের পাশে ছিলাম এখনো কর্মসংস্থানের সমস্যার সমাধান করে পাশে থাকতে চাই
“ব্যারিস্টার হাসান রাজিব প্রধান “
লালমনিরহাট(পাটগ্রাম) প্রতিনিধি,মো: সাঈদ হোসেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান বলেছেন, লালমনিরহাট জেলার পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী উপজেলার মানুষের প্রধান সমস্যা হলো কর্মসংস্থানের অভাব। আর এ সমস্যার সমাধান অত্যন্ত জরুরী। আমি আমার এলাকার মাটি ও মানুষের সঙ্গে চলি। এটা আমার জন্মভূমি। আমি এখানকার জনপ্রতিনিধি নির্বাচিত হলে এই এলাকার মানুষের কর্মসংস্থানের সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ!
১৬ বছর যে ভাবে জেল জুলুম অন্যায় অত্যাচার নিপীড়িত মানুষের পাশে ছিলাম,তেমনি আমার জিবন দশায় এভাবে দেশের জনগনের পাশে থাকতে চাই।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার হাসান রাজিব (প্রধান) নন্দিত টেলিভিশন কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা তুলে ধরেন। লালমনিরহাট-১ আসনটি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা ও হাতীবান্ধা উপজেলা নিয়ে গঠিত।
“ব্যারিষ্টার হাসান রাজিব প্রধান” জনগনের উদ্দেশ্যে বলেন আমি জনগনের শাসক হতে চাই না আমি চাই জনগনের খাদেম হয়ে থাকতে।পাটগ্রাম হাতিবান্ধার জনগন আমার হৃদয়ের স্পন্দন, আমি জনগনের পাশে থেকে জনগনের সমস্যা সমাধান করতে চাই।যেখানে অন্যায় সেখানে রুখে দাড়ানোর মত সাহসী জনগন গড়ে তুলতে চাই। “পাটগ্রাম হাতিবান্ধা ” কে উন্নয়নশীল করতে চাই, জনগনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই।
জানা যায়, ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত ব্যারিস্টার হাসান রাজিব প্রধান এবং পাটগ্রাম উপজেলা ও জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করেন তিনি।এভাবেই “বিএনপি” পরিবারে বেড়ে উঠেন ব্যারিষ্টার হাসান রাজিব প্রধান, দুই উপজেলায় অনেক শিক্ষা প্রতিষ্টান সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে আসছেন এবং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করেছেন।
বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে জানা যায়,বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন ব্যারিষ্টার হাসান রাজীব প্রধান। এলাকার বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে মানুষের সাহায্য সহযোগিতা করে আসছেন,বিশেষ করে করোনা মহামারি ও বন্যার সময় অসহায় মানুষদের পাশে সহায়তার হাত বাড়িয়েছেন। রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও অন্যন্য প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ও উন্নয়নমুলক কাজ করেছেন। এছাড়াও তার বিশেষ অবদান হল স্বৈরাচারী সরকারের আমলে বিএনপি, জামায়াতের অসংখ্য নেতাকর্মীর মামলা বিনা খরচে আইনী সহায়তা করেছেন।
নিজ অর্থায়নে, নিজের পকেটের টাকা খরচ করে বিএনপি সহ সকল দলের মামলার খরচ চালিয়েছেন ও তাদের পরিবারের খোঁজ খবর নিয়েছেন। নেতাকর্মিরা যখন জেল হাজতে ছিলেন তখন ও ও সেই পরিবারটির পরিবারের কিছু সংখ্যক খরচ ও ব্যারিষ্টার হাসান রাজীব প্রধান বহন করেছিলেন এরকম তথ্য উঠে এসেছে।
খোঁজ নিয়ে আরও জানা যায়, গত এক যুগে এলাকার সাধারণ মানুষের পাশাপাশি দলের নেতা কর্মীদের বিশ্বাস আস্থা অর্জন করেছেন ব্যারিষ্টার হাসান রাজীব প্রধান ।
মানুষের সেবা করাই জীবনের একমাত্র উদ্দেশ্য জানিয়ে তিনি বলেন, দেশের জন্য ও দেশের মানুষের জন্য কিছু করতে চাই এবং সমাজের পিছিয়ে পড়া অবহেলিত নিপিড়িত গরীব-দুঃখী মানুষদের পাশে দাঁড়াতে চাই এটাই আমার প্রধান উদ্দেশ্য। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাসী।সকলের দোয়া ও পাশে থাকার আহবান।