বর্ষপূর্তিতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা এলাকায় র‍্যালি করেছে ছাত্রশিবির

0

বর্ষপূর্তিতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা এলাকায় র‍্যালি করেছে ছাত্রশিবির।

 

নিজস্ব প্রতিবেদক
৫ আগস্ট ২০২৫, 
ছাত্র-জনতার আন্দোলনের আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের প্রথম বর্ষপূর্তিতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা এলাকায় র‍্যালি করেছে ছাত্রশিবির।

মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলার ঠাকুরদীঘির ফজল করিম ফিলিং স্টেশন থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসসড়ক দিয়ে র‍্যালিটি পদুয়া ইউনিয়ন পরিষদের মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

‘জুলাই জাগরণ নবউদ্যমে বিনির্মাণ’ শীর্ষক র‍্যালিতে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। এসময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।

চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের সেক্রেটারি ডি. এম. আসহাব উদ্দিনের সঞ্চালনায় র‍্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও জেলা দক্ষিণ শাখার সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমান। তিনি বলেন, আজকে ফতহে গণভবনের বর্ষপূর্তির দিন আনন্দ উদযাপনের কথা ছিল, কিন্তু আজকে আনন্দের পরিবর্তে সবার কাছে রয়ে গেছে উৎকণ্ঠা। কেননা আজকে ছাত্র-জনতার বিজয়ের একবছর পূর্ণ হলেও এখনো পর্যন্ত জুলাই গণহত্যার দৃশ্যমান কোনো বিচার হয়নি।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা শিবিরের সাবেক সভাপতি আলী হোসাইন, সাবেক জেলা সেক্রেটারি মুহাম্মদ আবু সুফিয়ান এবং সাবেক জেলা সেক্রেটারি তৈয়ব হোসাইন। বক্তারা জুলাই সনদ ঘোষণা এবং এর সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে বক্তব্য রাখেন।

Leave A Reply

Your email address will not be published.