বিজয়ের বর্ষপূর্তী উপলক্ষে পটুয়াখালী দশমিনায় বিজয় র‍্যালি অনুষ্ঠিত

0 ৩২

বিজয়ের বর্ষপূর্তী উপলক্ষে পটুয়াখালী দশমিনায় বিজয় র‍্যালি অনুষ্ঠিত

 

রবিউল হাসান ডব্লিউ,
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্র ঘোষিত কর্মসূচি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান এর শোক ও বিজয়ের বর্ষপূর্তী উপলক্ষে পটুয়াখালীর দশমিনায় বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ ই আগস্ট) বেলা ১১ টার দিকে দলটির একাংশের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দশমিনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণ সভাস্থলে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ রুহুল আমিন মোল্লা, সদস্য আবু বক্কর সিদ্দিক, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আবুল বসার,সদস্য হাসনাইন হাসান সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় রুহুল আমিন মোল্লা বলেন, আমি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছরে ৩৩টা মামলা মাথায় নিয়ে ঘরে ঘুমাইতে পারি নাই।

আর এখন যারা বিএনপি করে তারা চর-তর দখল করে, চাঁদাবাজি, মহিষ চুরির ভাগ খায় ও গরু চুরির আড্ডায় বসে। এদেরকে প্রতিহত করতে হবে। নইলে এদের জন্য দলের করুন পরিনিতি হতে পারে।

Leave A Reply

Your email address will not be published.