যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সাইফুল আলম ডেনি গ্রেফতার

0 ৬৩

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সাইফুল আলম ডেনি (৪২) কে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ।

 

নিজস্ব প্রতিনিধি :

Aug 5, 2025 at 18:57

 

আজ মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় যাত্রাবাড়ীর শহীদ আল-ফারুক রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে থাত্রাবাড়ী থানাধীন শহীদ আল-ফারুক রোড এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুলকে গ্রেফতার করে থানার চৌকস একটি টিম।

গ্রেফতারকৃত সাইফুল আলম দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থ দণ্ডের রায় দেয় আদালত।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে হাজির করা হয়েছে ।

Leave A Reply

Your email address will not be published.