বান্দরবান থানচি উপজেলা ৫ আগস্ট ফ্যাসিবাদ পতন বিজয়ের উপলক্ষ্যে বিএনপি র্যালি ও বর্যপূর্তি অনুষ্ঠিত
বান্দরবান থানচি উপজেলা ৫ আগস্ট ফ্যাসিবাদ পতন বিজয়ের উপলক্ষ্যে বিএনপি র্যালি ও বর্যপূর্তি অনুষ্ঠিত।
বিজয় ত্রিপুরা জেলা প্রতিনিধি বন্দাবান।
৫ আগস্ট ২০২৫
ছাত্রজনতা আন্দোলনের বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার ফ্যাসিবাদ পতন ও ছাত্রজনতা বিজয়ের বর্যপূর্তি পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি) থানচি উপজেলার শাখার আয়োজনে, জুলাইয়ের গণঅভ্যুত্থানের ফ্যাসিবাদ পতন ও ছাত্রজনতা বিজয়ের ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার বর্যপূর্তি পালন করা হয়।
থানচি বাজার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকার জুলাইয়ের গণঅভ্যুত্থানের বর্যপূর্তি উপলক্ষে বিজয় র্যালি-তে হাজার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ ওসমান গণি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি ও বন্দাবরান জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আবুল হাসেম ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও থানচি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বান্দরবান জেলা পরিষদের সদস্য জনাব খামলাই ম্রো প্রমুখ। এছাড়া উপজেলার বিএনপি বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
থানচি ট্রেড সেন্টার প্রাঙ্গণে সংক্ষিপ্ত পথ সভায় সভাপতিত্ব করেন, সাবেক জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ নেজাম উদ্দীন চৌধুরী।
এসময় বক্তারা বলে,হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করেন। ফ্যাসিস্ট না হয়ে জনগণের কল্যাণের কাজ করার বিএনপির নেতাকর্মীদের আহ্বান জানান।