গাজীপুর সাংবাদিক নিহত: তদন্ত দাবি সাংবাদিক মহলে।
গাজীপুর প্রতিনিধি :
Aug 7, 2025 at 22:16
গাজীপুরের চৌরাস্তা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজের স্থানীয় প্রতিনিধি আসাদুজ্জামান তুহিন নিহত হয়েছেন। স্থানীয় সূত্র এবং সহকর্মীদের দাবি অনুযায়ী, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তুহিনের সহকর্মীরা জানিয়েছেন, তিনি পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে ছিলেন সাহসী ও ন্যায়পরায়ণ। কিছুদিন ধরেই তিনি স্থানীয় নানা অনিয়ম নিয়ে প্রতিবেদন করছিলেন বলে জানা গেছে। তবে এই হত্যাকাণ্ডের পেছনে কী উদ্দেশ্য বা কারা জড়িত, তা এখনো নিশ্চিত নয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং হামলাকারীদের শনাক্তে বিভিন্ন স্থানে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ কার্যক্রম শুরু হয়েছে। এখনো পর্যন্ত কোনো গ্রেফতারের খবর পাওয়া যায়নি।
সাংবাদিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচারের দাবি জানিয়েছে। তাঁরা বলেন, “একজন সংবাদকর্মীর উপর এমন হামলা শুধু তার ওপর নয়—সাংবাদিকতার স্বাধীনতার ওপর হামলা।”মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা করা হয় বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে।
নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে প্রশাসন ও নীতিনির্ধারকদের দায়িত্বশীল পদক্ষেপ কামনা করেছেন সকলে।
বি.দ্র.: এই প্রতিবেদনে কোনো ধরনের সহিংস ছবি, অশালীন ভাষা বা ব্যক্তিগত অপমানজনক মন্তব্য অন্তর্ভুক্ত করা হয়নি। এটি ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের কমিউনিটি গাইডলাইন সম্পূর্ণরূপে মেনে তৈরি।