দশমিনায় বিএনপির কাউন্সিলে হামলার, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

0 ২৩

দশমিনায় বিএনপির কাউন্সিলে হামলার, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

 

রবিউল হাসান ডব্লিউ,

দশমিনা (পটুয়াখালী)প্রতিনিধি

 

পটুয়াখালীর দশমিনায় বিএনপির ইউনিয়ন কাউন্সিলে হামলা ও ভাঙচুরের মামলায় মো. ফরিদ উদ্দিন (অসীম) মেলকার (৩৫) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

ফরিদ উদ্দিন ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেলকার বাড়ির মৃত মো. ফোরকান মেলকারের ছেলে। বর্তমানে তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এবং একই ওয়ার্ডের ইউপি সদস্য।

 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৬ মার্চ বিকেলে বেতাগী সানকিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির ইউনিয়ন কাউন্সিল চলাকালে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সেখানে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

 

ঘটনার প্রায় দুই বছর পর, ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি বেতাগী সানকিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে দশমিনা থানায় একটি মামলা দায়ের করেন। এতে পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য এসএম শাহজাদা সাজু এবং আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়।

 

পুলিশ জানায়, মামলার এজাহারে নাম থাকা সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তারে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের একটি অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে মো. ফরিদ উদ্দিন (অসীম) মেলকারকে ঠাকুরের হাট বাজার থেকে গ্রেপ্তার করা হয়।

 

দশমিনা থানার ওসি আব্দুল আলিম বলেন, ‘ফরিদ উদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

Leave A Reply

Your email address will not be published.