দেশবরণ্য অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমনের স্মরণে ঢাকা সাউথ প্রেসক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল।
নিজস্ব প্রতিনিধি ঢাকা :
Aug 9, 2025 at 12:24
দেশবরণ্য অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা সাউথ প্রেসক্লাব। শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীতে অবস্থিত প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা সাউথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বশির আহমেদ (সানি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন আকাশ সম্পাদক ও প্রকাশক দৈনিক স্বাধীন সংবাদ ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামপুর থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম জনি , এবং সঞ্চালনায় মোঃ বাদল ভারপ্রাপ্ত সভাপতি ঢাকা সাউথ প্রেসক্লাব শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ গোলাম কিবরিয়া। এরপর উপস্থিত অতিথি ও বক্তারা প্রয়াত সাংবাদিক সাঈদুর রহমান রিমনের কর্মময় জীবনের নানা স্মৃতিচারণ করেন।
স্মৃতিচারণমূলক বক্তব্য দেন সাংবাদিক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ— আনোয়ার হোসেন, জহিরুল আলম পিলু, শহিদুল ইসলাম জনি, জাহাঙ্গীর আলম পলক, ইমতিয়াজ আহমেদ, শাহ্ মুয়াজ্জিন, ইউনুস হোসেন রনি এবং কবির শাহ্। বক্তারা বলেন, সাঈদুর রহমান রিমন ছিলেন সাহসী ও নির্ভীক অনুসন্ধানী সাংবাদিক, যিনি জীবনের শেষ দিন পর্যন্ত সত্য ও ন্যায়ের পথে অটল ছিলেন। তাঁর অবদান দেশের সাংবাদিকতা ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— মোঃ আলমগীর হোসেন কোষাধ্যক্ষ ঢাকা সাউথ প্রেসক্লাব, মোঃ মামুন, মারুফ হাসান মাসুম, মোঃ আলম মুন্সী, ওমর আলী, রায়হান হোসেন, গোলাম রাব্বি, আসাদুল, জুয়েল, জাকির, মোঃ সালাউদ্দিন সহ অসংখ্য সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত, পরিবার-পরিজনের প্রতি সমবেদনা ও শোকসন্তপ্তদের ধৈর্যের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।