এএফসি অ-২০ নারী টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশ এখন গ্রুপের শীর্ষে

0

এএফসি অ-২০ নারী টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশ এখন গ্রুপের শীর্ষে

 

জ্যেষ্ঠ প্রতিবেদক

Aug 9, 2025 at 16:06

 

এএফসি অ-২০ নারী টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশ এখন গ্রুপের শীর্ষে। এই গ্রুপের টপ ফেভারিট দক্ষিণ কোরিয়া। সেই দক্ষিণ কোরিয়াকে অনেকটা রুখে দিয়েছে স্বাগতিক লাওস। আজ লাওসের ভিয়েনতিয়েনে দক্ষিণ কোরিয়া মাত্র ১-০ গোলের জয় পেয়েছে। এতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া দুই দলেরই সমান ৬ পয়েন্ট ও গোল ব্যবধান ১০। বাংলাদেশ প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে ১১ বার আর কোরিয়া ১০ বার। বেশি গোল দেয়ায় বাংলাদেশ এইচ গ্রুপে শীর্ষে রয়েছে। 

আগামী পরশু দিন গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ঐ ম্যাচে অন্তত ড্র করতে পারলেই বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হবে। এতে সিনিয়র দলের পর অ-২০ দলও এশিয়ার চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। লাওসকে বাংলাদেশ ৩-১ গোলে হারিয়েছিল। সেই লাওস প্রায় রুখেই দিয়েছিল কোরিয়াকে। ৮৩ মিনিটে একমাত্র জয়সূচক গোল পায় কোরিয়া। ফলে কোরিয়াকে রুখে দেয়ার স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ।

দক্ষিণ কোরিয়াকে নিয়ে বাংলাদেশের বৃটিশ কোচ পিটার বাটলারের ভাবনা, ‘এখন আমাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। আমি শুধু আশা করি এই টুর্নামেন্ট থেকে মেয়েরা কিছু শিখবে। যখন আমরা কোরিয়ার বিপক্ষে খেলবো, আমি মনে করি ম্যাচের ফলাফল যাই হোক না কেন, ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ম্যাচটা খেলার জন্য সবকিছুই আমাদের আছে। আমরা আমাদের সেরাটাই দিবো। তবে আমি স্রেফ মনে করি, কাজগুলো ঠিকঠাক করতে আমাদের কিছু বিষয় শিখতে হবে এবং আশা করি সেটা আমরা শিখবও।’

Leave A Reply

Your email address will not be published.