রাজধানী নিউ মার্কেটের ৩টি দোকান থেকে এক হাজারের বেশি সা*মু*রাই, চা*পা*তিসহ ধা*রা*লো দেশীয় অ*স্ত্র জ*ব্দ করেছে সেনাবাহিনী; আটক ৯
নিজস্ব সংবাদদাতা :
Aug 10, 2025 at 01:42
রাজধানীর নিউমার্কেট এলাকায় বিভিন্ন ধারালো অস্ত্রের বিক্রয়কেন্দ্র ও গুদামে অভিযান চালিয়ে সামুরাই ছুরি, চাপাতিসহ প্রায় ১ হাজার ১০০টি অস্ত্র জব্দ করা হয়েছে। এই অস্ত্রগুলোর বেশিরভাগই সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে আসছিল বলে জানানো হয়েছে।
আর্মি ক্যাম্প থেকে আরও জানানো হয়, সম্প্রতি রাজধানীতে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের কার্যক্রম বেড়েছে। এর আগেও সন্ত্রাসীদের কাছ থেকে সামুরাই ছুরিসহ ধারালো অস্ত্র জব্দ হয়েছিল।
জানা গেছে, রাজধানীর একটি স্থান থেকে এসব সামুরাই অস্ত্র সন্ত্রাসীদের কাছে ভাড়া ও বিক্রি করা হচ্ছে। পরে গ্রেপ্তারকৃত কিছু সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাসের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত হওয়া যায়।
এদিকে জব্দ করা অস্ত্রগুলো গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে। পরে যাচাইবাছাই শেষে তারা আইনগত ব্যবস্থা নেবে। এ বিষয়ে তদন্ত চলবে বলেও জানানো হয়।
সেনাবাহিনী জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় তাদের দৃঢ় অবস্থান রয়েছে। দুষ্কৃতিকারীরা যাতে কোনোভাবেই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য তারা দিনরাত কাজ করছে।