সংসদীয় আসন সাবেক কুমিল্লা-৯ পুনর্বহালের দাবিতে লালমাইয়ে বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত
সংসদীয় আসন সাবেক কুমিল্লা-৯ পুনর্বহালের দাবিতে লালমাইয়ে বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত
মোস্তফা কামাল মজুমদার
কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও মহানগর দক্ষিণের ১৯-২৭নং ওয়ার্ড নিয়ে গঠিত সাবেক কুমিল্লা-৯ আসন পুনর্বহালের দাবিতে লালমাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বাগমারা উচ্চ বিদ্যালয় সংলগ্ন বালু মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
১২ আগস্ট, ২০২৫ বিকেল ৪ টায় লালমাই উপজেলার বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা,সাবেক হুইপ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী।
লালমাই উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মাসুদ করিম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক কুমিল্লা -৯ নির্বাচনী এলাকা বাস্তবায়ন পরিষদের আহবায়ক অ্যাডভোকেট আখতার হুসাইন, লালমাই উপজেলা বিএনপির সদস্য সচিব ইউসুফ আলী মীর পিন্টু,সদর দক্ষিণ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন, লালমাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ,যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মোঃ ওমর ফারুক সুমন, যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার উল্লাহ বিএসসি, যুগ্ম আহবায়ক ফরহাদ আলম, যুগ্ম আহবায়ক আসলাম মজুমদার,যুগ্ম আহবায়ক মোঃ মাহবুব আলম,
যুগ্ম আহবায়ক হাফেজ মোঃ আনোয়ার হোসেন, কুমিল্লা মহানগর দক্ষিণ বিএনপির নেতা মোঃ সোহেল হোসেন,সদর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক খোকা সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন ডালিম।
সাবেক কুমিল্লা -৯ নির্বাচনী এলাকা বাস্তবায়ন পরিষদের আহবায়ক অ্যাডভোকেট আখতার হুসাইন বলেন, “আন্দোলনের বিকল্প নেই। আমরা জননেতা মনিরুল হক চৌধুরীর নির্দেশের অপেক্ষায় আছি। আমাদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সবাই ঐক্যবদ্ধ।”
সাবেক কুমিল্লা -৯ নির্বাচনী এলাকা বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব ইউসুফ আলী মীর পিন্টু অভিযোগ করে বলেন, “গোপন প্ররোচনায় কিছু ব্যক্তি এই এলাকার মানুষের কথা না শুনে নেক্কারজনক খসড়া দিয়েছেন। আমরা নেতার নির্দেশে যেকোনো সময় কর্মসূচি দিতে প্রস্তুত। প্রয়োজনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও নোয়াখালী আঞ্চলিক সড়ক অবরোধ করবো।”
প্রধান অতিথি মনিরুল হক চৌধুরী বলেন, “আমার এলাকার মানুষ আমাকে ভালোবাসে, আমিও তাদের ভালোবেসে উন্নয়ন করেছি। কিন্তু আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কেউ যেন কুমিল্লা দক্ষিণের মানুষকে বঞ্চিত না করে। আমার এলাকার সীমানা নিয়ে ১৫ বছর ধরে যুদ্ধ করছি। এই উন্নয়ন ভেঙে গেলে নির্বাচন কমিশন দায়ী থাকবে ।”
তিনি আরও বলেন, “আমার আসন যদি তিনটি আসনে যুক্ত হয়, আমি তিন আসন থেকেই মনোনয়ন চাইবো। আন্দোলন হবে জনসম্পৃক্ত, কাউকে কষ্ট দিয়ে নয়। আগামী শনিবার এক লক্ষ নেতাকর্মীর মিছিলে অংশ নিয়ে দাবী জানান এবং মসজিদে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করুন।”
সভায় বক্তারা সাবেক কুমিল্লা-৯ আসন পুনর্বহালের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দেন এবং নির্বাচন কমিশনকে দ্রুত সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানান।