সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

0 ৭৯

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে ঢাকার যাত্রাবাড়ীর দয়াগঞ্জ মোড়ে মঙ্গলবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন পত্রিকা, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার সাংবাদিক ও পেশাজীবীরা অংশ নেন।

 

নিজস্ব প্রতিনিধি ঢাকা 

Aug 12, 2025 at 21:02

 

মানববন্ধনে এ উপস্থিত ছিলেন, শ্যামপুর থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম জনি, আজগর আলী , প্রতি দিন খবর, ইমতিয়াজ আহমেদ, মোঃ বাদল, মোঃ সানি, কবির শাহ্, আসাদুল ইসলাম, রাব্বি মিয়া, মোঃ জাহাঙ্গীর আলম পলক । আরো অনেকে উপস্থিত ছিলেন ।

শ্যামপুর থানা প্রেসক্লাবের সভাপতি তার বক্তব্য বলেন সাংবাদিক দের যে পরিমাণ মামলা দায়ের করা হয়েছে তা আগে আমার কোন দিন দেখি নাই এখন সাংবাদিকদের কোন নিরাপত্তা নেই তাই সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ।

অন্যান্য বক্তারা বলেন, ধারাবাহিক হামলা, মিথ্যা মামলা, হত্যা ও হয়রানি গণমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুতর আঘাত। সাগর-রুনি হত্যার এক দশক পরও বিচার না হওয়া সাংবাদিক সমাজের জন্য হতাশাজনক দৃষ্টান্ত।

 

মানববন্ধনে চার দফা দাবি তোলা হয়—তুহিন হত্যাসহ সব ঘটনার দ্রুত বিচার, সাংবাদিকদের নিরাপত্তায় বিশেষ আইন প্রণয়ন, হামলার তদন্তে স্বাধীন কমিশন গঠন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কার্যকর সরকারি পদক্ষেপ।

 

সাংবাদিক মোঃ বশির আহমেদ সানির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়। বক্তারা বলেন, ঢালাও মামলা দিয়ে সাংবাদিকদের কণ্ঠ রোধ করা যাবে না, সত্য প্রকাশের লড়াই অব্যাহত থাকবে।

 

মানববন্ধন শেষে নিহত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.