ছোট পর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা

0

ছোট পর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা

 

বিনোদন ডেস্ক

Aug 15, 2025 at 12:05

 

ছোট পর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ‘নট আউট’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু। এটাই ছিল তার প্রথম টিভি নাটক। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের একাধিক নাটক উপহার দিয়েছেন।

তিনি ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন। বর্তমানে তিনি অবকাশ যাপনে রয়েছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে। 

সেখানে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ছবি ভিডিও ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। শেয়ার করা একগুচ্ছ ছবিতে আবেদনময়ী লুকে ধরা দিয়েছেন ভাবনা।

যেখানে স্লিভলেস ড্রেসে ফটোশুট করেছেন। খোলা চুল মিষ্টি হাসি, গলায় ছোট্ট মালায় বেশ মানিয়েছে এ অভিনেত্রীকে। চোখের চাহনি যেন নেটিজেনদের নজর কেড়েছে। ছবি শেয়ার করে ভাবনা ক্যাপশনে লিখেছেন, ‘মঞ্চে ওঠার আগে, চলো কিছু ছবি তুলে নিই।’

কমেন্ট বক্সে নেটিজেনরা অভিনেত্রীর রূপের বেশ প্রশংসা করেছেন। নীরব নামে এক নেটিজেন লিখেছেন, ‘নিষ্পাপ ফুলের চেয়েও সুন্দর তুমি।’ আরেকজনের কথায়, ‘অতুলনীয় সুন্দর সেই সাথে মুক্তা ঝরা হাসি কি আর বলবো পাগল করা মুখ।’

Leave A Reply

Your email address will not be published.