দশমিনায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় কমিটি বিলুপ্ত

0 ৩৫

দশমিনায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় কমিটি বিলুপ্ত, সাত দিনের মধ্যে কমিটি দেওয়ার প্রতিশ্রুতি

 

রবিউল হাসান ডব্লিউ,
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

 

পটুয়াখালীর দশমিনা উপজেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় কমিটি বিলুপ্ত করেছেন কেন্দ্রীয় নেতা। সাত দিনের মধ্যে দলটির কমিটি দেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছেন কেন্দ্রীয় নেতা।

শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহনের সঞ্চালনায় উপজেলা পরিষদ মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে মেদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

কর্মী সভায় পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার ভূঁইয়া রুবেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণন সম্পাদক মাহবুব আলম ফরাজী। উপজেলা বিএনপি, সভাপতি আব্দুল আলিম তালুকদার, সহ-সভাপতি এ্যাডঃ খোরশেদ আলম, ডাঃ গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক শাহআলম শানু, যুগ্ম সাধারণ সম্পাদ ফখরুজ্জামান বাদল,উপজেলা মহিলা দলের আহ্বায়ক মাকসুদুর রহমান ডেইজি,উপজেলা যুবদলের আহ্বায়ক এ্যাডঃ এনামুল হক রতন,যুগ্ন আহ্বায়ক আল আমিন মোল্লা,ইকবাল বশির,মহসিন আহমেদ লিটন, আবু আবদুল্লাহ,সদস্য সচিব শামিম খান,উপজেলা ছাত্রদলের আহ্বায় কাজী তানভীর হাসান রিডেন,সদস্য সচিব গাজী সালাউদ্দিন,সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাজীব ,সদস্য সচিব হাসান আহমেদ জিদনী।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ নির্বাচনের আগে যে সকল কমিটি বিলুপ্ত ও মেদ উত্তীর্ণ হয়েছে তা বিলুপ্ত করে নতুনভাবে কমিটি দেওয়ার নির্দেশ। আমাদের সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি সথে আলাপ করে দশমিনার স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছি।

তিনি আরো বলেন,পটুয়াখালী জেলা সভাপতি সেক্রেটারি নির্দেশ অনুযায়ী এই উপজেলা স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম পরিচালিত হবে। আগামী সাত দিনের মধ্যে তারা শর্ট টাইমের এ কমিটি দেওয়ার জন্য চেষ্টা করবে। এ বিষয়ে কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী পটুয়াখালী জেলা সভাপতি সেক্রেটারি সাথে সাংগঠনিক কার্যক্রমের বিষয় আলাপ আলোচনা করা হবে।

এর আগে শুরুতে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে কোরআন তেলোয়াত ও দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান শুরু করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.