দশমিনায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন

0 ১৬

দশমিনায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন

 

রবিউল হাসান ডব্লিউ,
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি”
এপ্রতিপাদ্যকে সামনে রেখে দশমিনায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেলা ১২ টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে পরিষদ অডিটিয়াম হল রুম আলোচনা সভা ও ৩ জন সফল মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মাহাবুব তালুকদারের সভাপতিত্বে উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা নাজমুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(আঃদ) মো:মাইনুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) মো.জাফর আহমেদ, দশমিনা নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ ফেরদাউস আহমেদ বিশ্বাস,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সাইফুর রহমান শাহীন,ক্ষেত্র সহকারী মোঃ আমিনুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা প্রমূখ।

এ সময় কার্পজাতীয় মাছ চাষে বিশেষ অবদান রাখায় দশমিনা লক্ষ্মীপুর এলাকর আলহাজ্ব মোঃ জামাল হোসেন,মনোসেক্স তেলাপিয়া চাষে বিশেষ অবদানে দক্ষিণ আদমপুর এলাকার মোঃ রাসেল চাষি ও পাঙ্গাস চাষে বিশেষ অবদানে গুলি আউলিয়াপুর গ্রামের মনজুর এলাহীকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।

এর পরে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে শুরুস্থলে এসে শেষ করে।

এর পরে উপজেলার পরিষদের পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্তকরন কার্যক্রম মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করে হয়।

Leave A Reply

Your email address will not be published.