থানচি স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী শোভাযাত্রা
থানচি স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী শোভাযাত্রা।
বিজয় ত্রিপুরা
প্রতিনিধি বান্দরবান।
২০ আগস্ট ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা করেন থানচি উপজেলা স্বেচ্ছাসেবক দল।
থানচি উপজেলার সিনিয়র নেতা ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা থানচি বাজারের জড়ো হয়।
থানচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জওয়াই প্রু মারমা( জয়)নেতৃত্বে থানচি বাজারে আনন্দ শোভাযাত্রা করেন। শোভাযাত্রা শেষে থানচি বাজারস্থ রিড থানচি ট্রেড সেন্টারের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সাবেক থানচি উপজেলা পরিষদে চেয়ারম্যান ও বর্তমান অন্তবর্তীকালীন সরকার বান্দরবান জেলা পরিষদে সদস্য জনাবঃ খামলাই ম্রো। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপির বিপ্লবী সদস্য বাবু মংশৈ ম্রাই মারমা সাবেক সাধারণ সম্পাদক থানচি উপজেলা বিএনপি, থানচি উপজেলা কৃষকদলের আহ্বায়ক বাবু মংসাইগ্যা মারমা, বাবু হারোন ত্রিপুরা যুগ্ম আহবায়ক কৃষকদল, বাবু মংক্যসাই মারমা সদস্য কৃষকদল,
আলোচনা সভায় সঞ্চালনা করেন থানচি উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বাবু হাকুরাম ত্রিপুরা আলোচনা সভায় আরো উপস্থিতি ছিলেন থানচি উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সহ-সভাপতি বাবু ক্যসাউ মারমা হেডম্যান, বাবু আন্দ্রিজয় ত্রিপুরা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক থানচি উপজেলা বিএনপি, বাবু শৈবাথোয়াই মারমা সাবেক সভাপতি তিন্দু ইউনিয়ন বিএনপি, বাবু আবু নোমান সাবেক সভাপতি থানচি সদর বিএনপি,বাবু মংসিংহাই মারমা যুবদলের সভাপতি,বাবু লাপ্রাড ত্রিপুরা যুবদলের সাধারণ সম্পাদক, বাবু আবু সামাহ, বাবু প্রশান্ত ত্রিপুরা প্রমুখ।