মাস পর ফের জেলগেটে গ্রেফতার এটিএন বাংলার মোবারক বিশ্বাস
৬ মাস পর ফের জেলগেটে গ্রেফতার
এটিএন বাংলার মোবারক বিশ্বাস
নিজস্ব প্রতিনিধি :
Aug 26, 2025 at 19:35
ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ খ্রী: দীর্ঘ ৬ মাস ধরে মিথ্যা-ষড়যন্ত্র মামলায় জড়িয়ে হয়রানি করা পাবনার এটিএন বাংলার সাংবাদিক মোবারক বিশ্বাসকে জেল গেট থেকে পুনরায় আজ ২৬ আগস্ট গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
অবিলম্বে মোবারক বিশ্বাসকে জামিনে মুক্তির দিয়ে মামলাটি নিরপেক্ষ তদন্তের দাবি করা হয়েছে। সংগঠনটি চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, নিরপেক্ষ তদন্তে মোবারক বিশ্বাস অবশ্যই নির্দোষ প্রমানিত হবেন। তিনি রাজনৈতিক হিংসাত্মক তৎপরতার চুড়ান্ত শিকার।
মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর আরও বলেন, এভাবে একজন পেশাদার সাংবাদিককে হয়রানির কোন মানে হয় না। এগুলো রাজনৈতিক হিংসাত্মক নৈরাজ্যের বহিঃপ্রকাশ, চরম নিন্দনীয় এবং অমানবিক। এভাবে হয়রানি সাংবাদিকদের সঙ্গে জুলুমের সামিল বলেও তিনি মন্তব্য করেন।
জানাগেছে, পরিবারের একমাত্র উপার্জনক্ষম মোবারক দীর্ঘদিন কারাবন্দী থাকায় পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। ইতিমধ্যে সন্তানদের শিক্ষাও বন্ধ হয়ে গেছে। মোবারকের অনুপস্থিতিতে আপন ভাই তার অধিকাংশ জমাজমি জোর করে দখল করে নিয়ে গেছে, স্ত্রীকে মারধর করেছে।
সংগঠনটির পক্ষ থেকে রাষ্ট্রযন্ত্রকে সাংবাদিকদের প্রতি সহনশীল হতে আহবান করা হয়। আমরা বিশ্বাস করতে চাই, প্রকৃত একজন পেশাদার সাংবাদিক কখনো কোনো সহিংসতার সাথে জড়িত থাকতে পারেনা।
প্রসঙ্গত; গত ১৪ মার্চ বিকেলে পাবনা পৌর এলাকার রাধানগর ময়দান পাড়ার নিজ বাসা থেকে এটিএন বাংলা ও দৈনিক খবর পত্রের জেলা প্রতিনিধি মোবারক বিশ্বাসকে গ্রেফতার করে কারাগারে পাঠান। দুইমাস যাবত তিনি কারাগারে অসুস্থ ছিলেন, চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হয়েছেন।
মোবারক বিশ্বাস বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পাবনা জেলা শাখার সাবেক সম্পাদক।
বিষয়টি নিরপেক্ষ তদন্তের জন্য বিএমএসএফের পক্ষ থেকে রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। একই সাথে সংগঠনটি পাবনা জেলা প্রশাসক, পুলিশ সুপার, দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানা পুলিশের সুদৃষ্টি কামনা করা যাচ্ছে।