জনতার হৃদয়ে রিয়েল হিরো: রমনা জোনের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম
জনতার হৃদয়ে রিয়েল হিরো: রমনা জোনের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম
Dhaka post news
Aug 28, 2025 at 01:38
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জনাব মাসুদ আলমের প্রতি সহকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসা এবং সম্মান দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে সাম্প্রতিক ঘটনায় তিনি আঘাতপ্রাপ্ত হলেও দায়িত্বপালন থেকে একচুলও পিছপা হননি।
২০২৪ সালের ছাএ আন্দোলনে তিনি ছাত্রদের পাশে দাঁড়িয়ে আলোচিত বক্তব্য দিয়েছিলেন—“তোমাদের ভয় নাই, তোমাদের উপর গুলি চালানোর আগে আমার উপর চালাতে হবে।” এই মানবিক সাহসিকতাই তাকে জনমানুষের চোখে ‘রিয়েল হিরো’ করে তুলেছে।
আজকের ঘটনায়ও তিনি আঘাত প্রাপ্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, এমনকি হামলার শিকারও হয়েছেন। কিন্তু তারপরও তিনি সহকর্মী ও অধীনস্থ সদস্যদের ফেলে রেখে যাননি। এতে সহকর্মীরা বলেন, “স্যার আমাদের জন্য অনুপ্রেরণা, তার কাছ থেকে সামান্য ভালোবাসা পেলেই আমরা দায়িত্ব পালনে ১০০-এর জায়গায় ১১০ শতাংশ দিতে প্রস্তুত।”
ডিএমপির একাধিক কর্মকর্তার মতে, উপ-পুলিশ কমিশনার মাসুদ আলমের নেতৃত্বে রমনা জোনের পুলিশ সদস্যরা সবসময় উদ্দীপনা নিয়ে কাজ করে আসছে। তার সাহসী, মানবিক এবং জনগণের পাশে থাকা মনোভাব তাকে বিশেষভাবে আলাদা করেছে।
সামাজিক মাধ্যমে অনেকেই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং পুলিশের ভেতরে তাকে “সহকর্মীদের প্রকৃত অভিভাবক” হিসেবে আখ্যায়িত করেছেন।
জনতার আশা, তিনি দ্রুত সুস্থ হয়ে আবার আগের মতো জনগণের পাশে দাঁড়াবেন।