জনকল্যাণে বিনামূল্যে মসজিদ মাদ্রাসায় বালু বিতরণ

0 ৫২৯

জনকল্যাণে বিনামূল্যে মসজিদ মাদ্রাসায় বালু বিতরণ

স্টাফ রিপোর্টারঃ

পাবনার কাজীরহাটে স্থানীয় সংসদ সদস্যের চিঠির পরিপ্রেক্ষিতে জনকল্যাণে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে সরকারের উত্তোল করা বালু।

জানা যায় ,বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন বিআইডবিøউটিএর পাবনার বেড়া উপজেলার কাজীরহাট ফেরিঘাট এলাকা ট্রাক টার্মিনাল নির্মাণের প্রস্তাবনা রয়েছে। সে পরিকল্পনা অনুযায়ী কাজীরহাট-আরিচা নৌ রুটে যমুনা নদী থেকে ড্রেজিংয়ের মাধ্যমে উত্তোল করা বালু স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে ফেরিঘাটের পার্শ্ববর্তী নিচু জমিতে রাখা হয়।

এরপর চলতি বছরের মার্চ মাসে পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির টার্মিনালের জন্য রাখা এই বালু শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানে জনস্বার্থে বিনামূল্যে ব্যবহারের অনুরোধ জানিয়ে বিআইডবিøউটিএ কর্তৃপক্ষকে একটি চিঠি দেন।
সেখানে সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের পক্ষ্য থেকে বালু বিতরণ তদারকির জন্য প্রতিনিধি মনোনীত করেন আমিনুল ইসলাম শাহীন নামের এক জন কে।

পরে সংসদ সদস্যের অনুরোধে গত ৫ মার্চ ওই বালু বিআইডবিøউটিএ টর্মিনাল কাজে সমন্বয় সাপেক্ষে
জনস্বার্থে বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি নীতিমালা অনুযায়ী বিনামূল্যে বিতরণের অনুমতি দেয় তারা।
আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকার কাজী বাবু জানান,

খানপুরা মধ্যপাড়া কবরস্থানে বিনামূল্যে বালু দিচ্ছেন আমিনুল ইসলাম শাহীন।
রুপপুর ইউনিয়নের দারুল আরকাম মাদ্রাসার শিক্ষক ইমরান হোসেন জানান তাদের মাদ্রাসায় বিনামূল্যে বালু দিচ্ছেন আমিনুল ইসলাম শাহীন।
সরেজমিনে গিয়ে জানা যায়,খানপুরা মধ্যে পাড়া নওশের আলী মৃর্ধা ঈদগাহ মাঠ,চরপাড়া খানপুরা ঈদগাহ মাঠ ,চরপাড়া কবরস্থান ,চকভরিয়া কবরস্থান ,আমিনপুর মসজিদ ,আশ্রয় প্রকল্প ,চরপাড়া মাদ্রাসা সহ অনেক স্থাণেই বিনামূল্যে বালু দেওয়া হচ্ছে ,খানপুরা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে ভরাট কাজ চলমান রয়েছে।

কাজীরহাটের ভেকু ড্রাইভার ফারুক শেখ বলেন,তার জানামতে ওই স্থানের বালু বিক্রয় করা হচ্ছেনা। ট্রাক ড্রাইভার আলীম শেখ কে প্রশ্ন করলে বালি নিয়ে কোথায় যাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, চরপাড়া মাদ্রাসায় বালি নিয়ে যাচ্ছেন।

বালি বিক্রয়ের বিষয়ে জানতে চাইলে জানান বিভিন্ন মসজিদ মাদ্রাসায় এই বালি দান করা হচ্ছে।
আমিনুল ইসলাম শাহীন নামের ওই ব্যাক্তি জানান, আমরা বেড়া,সুজানগড়,আমিনপুরসহ আশপাশের থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানে জনস্বার্থে বিনামূল্যে বালু বিতরণ করছি।
এখানে কোন বালু বিক্রয় করা হচ্ছেনা।

Leave A Reply

Your email address will not be published.