সাভারের ভাকুর্তায় বিট পুলিশিং আলোচনা ও মত-বিনিময় সভা অনুষ্ঠিত

0 ৬২

সাভারের ভাকুর্তায় বিট পুলিশিং আলোচনা ও মত-বিনিময় সভা অনুষ্ঠিত

(সাভার) প্রতিনিধি ঢাকা:

সাভার মডেল থানার আয়োজনে,সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নে বিট পুলিশিং আলোচনা ও মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ভাকুর্তা পুলিশ ফাঁড়িতে এই কার্যক্রম সম্পন্ন হয়।উক্ত আলোচনা ও মত-বিনিময় সভায়, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা , পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাকুর্তা ইউনিয়নের চেয়ারম্যান হাজী লিয়াকত হোসেন।

এ সময় ভাকুর্তা ইউনিয়নের বিভিন্নস্থানে ডাকাতি, গরু চুরির ও নানা ধরনের অপরাধমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, পুলিশ সর্বদায় আপনাদের পাশে আছে থাকবে। সামনে আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে গরুর খামারিরা একটু সচেতন থাকবেন এবং রাতে গ্ৰামপুলিশে সিকিউরিটি বাড়াবেন। তিনি বলেন সাভার উপজেলা ঢাকার খুব কাছে হওয়ায় জমির দাম বেড়ে যাওয়ায় জমি সংক্রান্ত বিরোধ বেশি হয়।

আর এখানে একটি মৌজার নাম বেশি শোনা যায়, সেটা হলো বিলামালিয়া মৌজা। একটি কথা আপনারা সকলে শুনেছেন যে জমির কাগজ যার জমি তার, তাই সকলকে বলতে চাই জমি নিয়ে কোন প্রকার হানাহানি মারামারি না করে এলাকার জনপ্রতিনিধি ও পুলিশের সহায়তা নেন।

সমাজ থেকে অপরাধ নির্মূল করতে হলে সর্বপ্রথম এলাকাবাসীদের উদ্যোগ নিতে হবে।আর যেকোন কালো অপরাধ ঠেকানোর জন্য প্রত্যেক ওয়ার্ডে মেম্বার ও কাউন্সিলর নির্দেশে একটি টিম গঠন করুন আর পুলিশ আপনাদের পাশে সবসময় আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত রোল মডেল গড়ে তোলার লক্ষ্যে সকলে একসাথে কাজ করলে অপরাধ নির্মূলের পাশাপাশি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা সম্ভব।

এ সময় অন্যান্যের মধ্যে আরোও উপস্থিত ছিলেন, ভাকুর্তা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল বাতেন, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য বৃন্দ ও ভাকুর্তা ইউনিয়নের আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা।আরো উপস্থিত ছিলেন ১৬নং বিট পুলিশ অফিসার এসআই আরমান আসওয়াদ, এএসআই জানিবুল সহ অনেকেই।

Leave A Reply

Your email address will not be published.