সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ পাঁচ জনকে গ্রেপ্তার
সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ পাঁচ জনকে গ্রেপ্তার
বুধবার (২৯ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম আজহারুল ইসলাম পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার দেখান।
এর আগে আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তারা গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এর মধ্যে মোহাম্মদপুর থানার রাকিব হাসান হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ধানমন্ডি থানার হত্যা মামলায় মামলায় মহিবুল হক, গুলশান থানার জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় গোলাম কিবরিয়া টিপু, দিলীপ কুমার আগারওয়াল, উত্তরা পূর্ব থানার আলমগীর হোসেন হত্যা মামলায় দিলীপ কুমার আগারওয়ালকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এ ছাড়া উত্তরা পূর্ব থানার আব্দুল কাদির হত্যা মামলায় অ্যাডভোকেট মনোয়ার হোসেন রবিনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।