জাতীয় দৈনিক নবচেতনা পত্রিকার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জাতীয় দৈনিক নবচেতনা পত্রিকার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Dhaka post today
নিজস্ব প্রতিনিধ:
কুষ্টিয়ায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় দৈনিক নবচেতনা পত্রিকার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।
শনিবার বিকেল ৬টায় কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সাংবাদিক পিনু খোকন মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন থেকে সাংবাদিক মুফতী সাইফ উদ্দীন আল-আজাদ এর তেলওয়াতের মাধ্যমে ও জাতীয় দৈনিক নবচেতনা পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি এস,এম, ওয়ালিদুজ্জামান শুভ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সপার, কুষ্টিয়া,
প্রধান বক্তা বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, বিশেষ অতিথি জর্জ কোর্ট বিজ্ঞ জিপি আক্তারুজ্জামান মাসুম, জর্জ কোর্ট বিজ্ঞ পিপি অনুপ কুমার নন্দী, বিশেষ আলোচক সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া ও কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সভাপতি হাজ্বী রাশেদুল ইসলাম বিপ্লব। এসময় বক্তারা দৈনিক নবচেতনা পত্রিকার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকা সংশ্লিষ্ট সম্পাদক ও প্রকাশক,হেড অফিস,কুষ্টিয়া জেলা প্রতিনিধি সহ সারা বাংলাদেশের নবচেতনার সাংবাদিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মৃধা পলাশ, প্রচার সম্পাদক সালমান শাহরিয়ার রাজু, কোষাধ্যক্ষ ইসমাইল
হোসেন,সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক জাহিদুল হক ডন, নির্বাহী সদস্য তৌফিক তপন, নির্বাহী সদস্য হাফিজুর রহমান জীবনসহ কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সর্বস্তরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।