সরকারি তিতুমীর কলেজ সাত দফা দাবিতে সড়ক অবরোধ

0 ৩৫

সরকারি তিতুমীর কলেজ সাত দফা দাবিতে সড়ক অবরোধ

জ্যেষ্ঠ প্রতিবেদক
৩০ জানুয়ারি ২০২৫
সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে সড়ক অবরোধ করে অনশনে বসেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে কলেজের সামনে শিক্ষার্থীদের অবস্থান ও অনশন কর্মসূচির কারণে সড়কের দুই লেনে যানচলাচল বন্ধ হয়ে গেছে। এতে সামনে পেছনে তীব্র যানজট দেখা দিয়েছে।

যানজট ও রাস্তা বন্ধের কারণে মহাখালী থেকে গুলশান-১ ও গুলশান-১ থেকে মহাখালী রুটে চলছে না কোনো যানবাহন।

এই রুটে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে ট্রাফিক গুলশান বিভাগ।

গুলশান ট্রাফিক বিভাগ মহাখালী রুট এড়িয়ে চলার পরামর্শ দিয়ে এক ফেসবুক পোস্টে জানিয়েছে, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার দাবিতে ছাত্র/ছাত্রীরা কলেজের সামনে আমরণ অনশন করছেন। এজন্য আমতলী থেকে কোনো গাড়ি গুলশান ১ এর দিকে যাচ্ছে না এবং গুলশান-১ থেকে কোনো গাড়ি আমতলীতে আসছে না। মোট কথা মহাখালী থেকে উত্তরার দিকে ইনকামিং/আউট গোয়িং দুইদিকেই যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে ক্রাইম পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গুলশান ট্রাফিক বিভাগের মহাখালী জনের সহকারী কমিশনার মো. জুনায়েদ জাহেদী  বলেন, শিক্ষার্থীদের মহাখালী সড়কে অবস্থান ও অবস্থান কর্মসূচির কারণে সকাল থেকে সড়কে চাপ বেড়েছে। গুলশান-মহাখালী রুটের দুই লেনে যানচলাচল বন্ধ থাকায় বনানী রুটেও চাপ বেড়েছে। আমরা চাপ কমাতে ডাইভারশন দিচ্ছি।

Leave A Reply

Your email address will not be published.