চিহ্নিত চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী এবং নিয়মিত মামলার আসামী গ্রেফতার

0 ৩৪

চিহ্নিত চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী এবং নিয়মিত মামলার আসামী গ্রেফতার।

 

নিজস্ব সংবাদদাতা :

রাজধানীর গেন্ডারিয়া থানাধীন ঘুন্টিঘর এলাকা থেকে গ্রেফতার করেন মোঃ আবু শাহেদ খান অফিসার ইনচার্জ গেন্ডারিয়া থানার সঙ্গীয় অফিসার ফোর্স এবং যাত্রাবাড়ী থানার অফিসারদের সমন্বয়ে গেন্ডারিয়া থানার ঘুন্টিঘর এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে চিহ্নিত চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী এবং নিয়মিত মামলার আসামী রনিও বেলবাটি রনি পিচ্চি রনি(৪০), পিতা- আব্দুর রহিম, মাতা- মহিমা বেগম, সাং-হাসনাবাদ মোকামপাড়া মনি মিয়ার বাড়ি, থানা- কেরানীগঞ্জ, জেলা- ঢাকাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নিম্নে উল্লেখিত মামলাসহ বিভিন্ন থানায় সর্বমোট ২০টি মামলা রহিয়াছে।

 

ডিএমপি এর গেন্ডারিয়া থানার এফআইআর নং-১, তারিখ- ০১ ডিসেম্বর, ২০২৪; জি আর নং-২২০, তারিখ- ০১ ডিসেম্বর, ২০২৪; সময়-০০.০৫ ধারা-143/186/224/225/332/333/353/307/506/34 The Penal Code. 1860

 

ডিএমপি এর যাত্রাবাড়ী থানার, এফআইআর নং-৬১, তারিখ- ১৬ জুন, ২০২৪; জি আর নং-৬০৩, তারিখ- ১৬ জুন, ২০২৪; সময় ০০:৩০ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।

 

ডিএমপি এর যাত্রাবাড়ী থানার এফআইআর নং-৪, তারিখ- ০১ ডিসেম্বর, ২০২৩: জি আর নং-১৩০৭, তারিখ- ০১ ডিসেম্বর, ২০২৩; সময়- সময় ২৩:৩০ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।

 

ডিএমপি এর কোতয়ালী থানার এফআইআর নং-২৫/১৩৯, তারিখ- ১৬ এপ্রিল, ২০১৮, সময়-১৪.৫০ ঘটিকা ধারা- ১৯(১) এর ৭(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন

 

ডিএমপি এর যাত্রাবাড়ী থানার এফআইআর নং-২৮/৭৯৭, তারিখ- ১০ অক্টোবর, ২০১৬, সময়-১৩। ০১.১০ ঘটিকা ধারা- ৪/৬ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন; তৎসহ ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০

ঢাকা এর দক্ষিণ কেরানীগঞ্জ থানার এফআইআর নং-১৩/১৫১, তারিখ- ১১ জুন, ২০১৬; সময়-০০ ৩৫ ঘটিকা ধারা-১৪৩/৩৮০/৪৪৭/৪৪৮/৫০৬(২)/৪২৭ পেনাল কোড-১৮৬০।

ডিএমপি এর শ্যামপুর থানার এফআইআর নং-১০/২২৪ তারিখ- ২৪ জুলাই, ২০১৭; সময় সময় ২২.০০ ঘটিকা ধারা- ১৯(১) এর ৭(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন।

 

রনিক্সে বেলবাটি রনি পিচ্চি রনি (৪০) কে গেন্ডারিয়া থানাধীন ঢালকানগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গৃহীত ব্যবস্থা (মামলা/জিডি): আসামীকে যাত্রাবাড়ী থানার মামলা নং- ৫১, তারিখ-১৩/১/২৫ ইং, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইতেছে এবং পরবর্তীতে গেন্ডারিয়া থানায় পূর্বের রুজুকৃত মামলায় শ্যোন এ্যারেস্ট দেখানো হইবে।

এবিষয় গেন্ডারিয়া থানার অফিসার্স ইনচার্জ মো: আবু শাহেদ খান Dhaka post news কে বলেন ঘটনাস্থল ও আশপাশ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।

Leave A Reply

Your email address will not be published.