ভারতের মেঘালয় থেকে অন্তত ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার
মেঘালয় থেকে অন্তত ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার
ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে বলা হয়েছে, কাজের সন্ধানে মুম্বাইয়ে যাওয়ার উদ্দেশে শনিবার অবৈধভাবে সীমান্ত পেরিয়ে মেঘালয়ে প্রবেশ করা ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বিএসএফ।
দেশটির কর্মকর্তারা বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএসএফের কর্মকর্তারা মেঘালয়ের পশ্চিম জৈনতিয়া পার্বত্য জেলা থেকে চারজন এবং দক্ষিণ গাড়ো পার্বত্য জেলা থেকে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছেন।
বিএসএফের একজন মুখপাত্র বলেছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশি একজন নারীও রয়েছেন। স্বামীর চিকিৎসার জন্য মুম্বাইয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার।
মেঘালয় পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, গ্রেপ্তারকৃত ছয় বাংলাদেশি নাগরিককে রাজ্যের সংশ্লিষ্ট জেলা পুলিশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের ৪৪৩ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে; যার প্রায় ২০ শতাংশ বেড়াবিহীন।
সূত্র: পিটিআই।