শাহরুখের তিন সন্তানের মধ্যে মেয়ে সুহানার নামকরণ

0 ২৬

শাহরুখের তিন সন্তানের মধ্যে মেয়ে সুহানার নামকরণ

বিনোদন ডেস্ক
দিল্লি থেকে এসে বলিউডের ‘বাদশাহ’ হয়ে উঠেছেন কিং খান। তিনি যখন মুম্বাইয়ে এসেছিলেন, তার কাছে কিছুই ছিল না। বিরাট শহর মুম্বাইয়ে শুধু মাত্র স্বপ্নই ছিল তার একমাত্র সম্বল। 

আর শুরুর দিন থেকে তার সঙ্গী ছিলেন স্ত্রী গৌরী। তার সঙ্গে সংসার শুরু করেন শাহরুখ। সাজিয়ে তোলেন জীবন। শাহরুখের জীবনে তার স্ত্রী ও তিন সন্তানের পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে আলোচনা হয়।

তা হলো তার স্বপ্নের অট্টালিকা ‘মান্নাত’। মুম্বাইয়ের অন্যতম আকর্ষণ অভিনেতার এই বাড়ি। যা তিনি কিনেছিলেন খ্যাতি আসার পর।

এদিকে শাহরুখের তিন সন্তানের মধ্যে মেয়ে সুহানার নামকরণ নিয়েও গল্প আছে। সুহানার জন্মের পরই মান্নাত কিনেছিলেন শাহরুখ। তার আগে থাকতেন একটি পেন্ট হাউজে।

সাক্ষাৎকারে শাহরুখ মান্নাত নিয়ে কথা বলতে গিয়ে জানিয়েছিলেন, তিনি প্রথমে মেয়ে সুহানার নাম রাখতে চেয়েছিলেন মান্নাত। তার ও গৌরীর দু’জনেরই নামটি পছন্দ হয়েছিল। কিন্তু পরবর্তীতে সুহানাই রাখেন নাম।

তবে মান্নাত নামটি তারা কিছুতেই ভুলতে পারছিলেন না। নতুন বাড়ি কেনার পর নামকরণ নিয়ে আর দু’বার চিন্তা করেননি শাহরুখ-গৌরী। নাম দেন মান্নাত। এই বাড়িকে মেয়ের মতোই আগলে রাখে খান-পরিবার।

Leave A Reply

Your email address will not be published.