বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল নিয়োগে বিজ্ঞপ্তি

0 ২২

বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল নিয়োগে বিজ্ঞপ্তি

চাকরি ডেস্ক
১৭ মার্চ ২০২৫
বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রকাশিত নিয়োগে বিজ্ঞপ্তির আবেদন শেষ হচ্ছে আগামীকাল ১৮ মার্চ। আবেদন শেষে বিভিন্ন জেলার প্রার্থীদের নির্ধারিত তারিখে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, শারীরিক সহনশীলতা পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা আলাদাভাবে নেওয়া হবে।
তবে শারীরিক পরীক্ষাতে উত্তীর্ণরাই কেবল লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। এই পরীক্ষার প্রতিটি ধাপ আপনাকে যোগ্য প্রার্থী হিসেবে প্রমাণ করার সুযোগ দেবে। যদি একটি ধাপ ব্যর্থ হন তাহলে নির্বাচিত হওয়ার সুযোগ হারাবেন।

যেভাবে প্রতিটি ধাপের জন্য নিজেকে প্রস্তুত করবেন 

শারীরিক পরীক্ষা

শারীরিক পরীক্ষার জন্য নির্ধারিত তারিখ, সময় ও স্থানে দৌড়, রোপিং ও জাম্পিং ইত্যাদি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ পরীক্ষাটা আবার কয়েকদিনে দিতে হতে পারে।

লিখিত পরীক্ষা

শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে বাংলা, ইংরেজি,সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর এক ঘন্টা ৩০ মিনিটের মোট ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে (নূন্যতম ৪৫% মার্ক প্রাপ্তদের উত্তীর্ণ বলে গণ্য করা হবে)।

মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ১৫ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় নির্ধারিত তারিখ ও সময়ে পূরণকৃত চিকিৎসার ইতিবৃত্ত এবং মেডিকেল অফিসার কর্তৃক পরীক্ষিত শারীরিক পরীক্ষাসংক্রান্ত তথ্যাদিসহ Pathological Investigation-এ অংশগ্রহণ করতে হবে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠানের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট মেডিকেল বোর্ডে গ্রহণযোগ্য হবে না। স্বাস্থ্য পরীক্ষায় সংশ্লিষ্ট মেডিকেল সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। স্বাস্থ্য পরীক্ষায় ১ বার অযোগ্য ঘোষিত হলে পুনরায় স্বাস্থ্য পরীক্ষার কোনো আবেদন বিবেচিত হবে না। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য  প্রার্থীরা পুলিশ ভোরফিকেশনফরম পূরণ করবে। পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক মর্মে বিবোচত হলে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হবে।

লিখিত পরীক্ষার প্রস্তুতি

লিখিত পরীক্ষার জন্য বীজগণিত, পাটিগণিত, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, বাংলা ব্যাকরণ, বাংলা রচনা, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও সাম্প্রতিক বিষয়ের ওপর গুরুত্ব দিন। বিশেষ করে ইংরেজি ও গণিতের ওপর জোর দিতে হবে।

মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রস্তুতি

মৌখিক পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞানের ওপর গুরুত্ব দিতে হবে। সাধারণ জ্ঞানের জন্য বাজার থেকে ভালো মানের যেকোনো সাধারণ জ্ঞানের বই সংগ্রহ করে পড়তে শুরু করুন। বিশেষ করে নিজ জেলা ও বিভাগ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। পাশাপাশি চোখ রাখুন সম-সাময়িক বিষয়াবলীর ওপর। লিখিত মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে।

 

Leave A Reply

Your email address will not be published.