৫৭ বছর বয়সে বিবাহিত জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন।

0 ৫৫

 ৫৭ বছর বয়সে বিবাহিত জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন।

dhaka post today

বিনোদন ডেস্ক

বলিউডের অভিনেতা আশিস বিদ্যার্থী কয়েক দিন আগেই ৫৭ বছর বয়সে বিবাহিত জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন। কলকাতার ফ্যাশন ডিজাইনার ৫০ বছর বয়সী রূপালি বড়ুয়াকে বিয়ে করেন তিনি। এটা রূপালিরও দ্বিতীয় বিয়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আশিস জানান, কীভাবে তার সঙ্গে রূপালির প্রথম দেখা। কেন তিনি বিয়ের সিদ্ধান্ত নেন।

 

তার দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত পরিবারকে অনেক আঘাত দিয়েছে উল্লেখ করে বলেন, তাদের পক্ষে এই সিদ্ধান্ত মেনে নেওয়া সহজ ছিল না।

আশিস বলেন, পিলু বিদ্যার্থীর সঙ্গে বিচ্ছেদের পর গত বছর একটা ব্লগিংয়ের কাজের সময় রূপালির আলাপ হয়। আমরা এরপর থেকে কথা বলতে থাকি। আমিও বুঝিতে পারি সে অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছে। পাঁচ বছর আগে তার স্বামী মারা যায়। আর বিয়ে করবে না বলেই ঠিক করেছিল রূপালি।

তিনি বলেন, কিন্তু আমাদের কথা যত বাড়তে থাকে সে বুঝতে পারে যে জীবন নতুন করে শুরু করা যায়। আমি ভীষণ খুশি যে আমি আমার জীবন আবার এমন একজন মানুষের সঙ্গে শুরু করলাম যে জীবনকে অন্যভাবে দেখে। তার এখন ৫০ আমার ৫৭। তাতে কী? আমাদের বয়স, সামাজিক অবস্থান যাই হোক না কেন আমাদের সবার সুখী হওয়ার অধিকার আছে।

তিনি বলেন, তার পরিবারের নাকি দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত মানতে বেশ অসুবিধা হয়েছিল। তাদের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে।

আশিষের কথায়, পিলু আর আমার অনেক সুন্দর স্মৃতি রয়েছে। আমি পিলুকে কখনো স্রেফ আমার ছেলের মা হিসেবে দেখিনি। পিলু আমার স্ত্রী, আমার বন্ধু। তাই ভাববেন না আমরা সিদ্ধান্তটা অনেক আনন্দের সঙ্গে নিয়েছি। দুজনকেই কষ্ট পেতে হয়েছে। কিন্তু জীবন তো থেমে থাকে না।

Leave A Reply

Your email address will not be published.