প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়ার মাসুদ

0 ১২৬

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন পাওনা টাকা চাইতে গিয়ে অপপ্রচারের শিকার কুষ্টিয়ার মাসুদ

 

নিজস্ব প্রতিনিধিঃ

টাকা ধার দিয়ে বিপাকে পড়েছেন কুষ্টিয়া মিরপুর উপজেলার গোবিন্দপুরের মাসুদ, পাওনা টাকা চাইতেই এলাকা ছেড়ে পালিয়ে গিয়ে উল্টো পাওনাদারদের সুদেল তকমা লাগিয়ে দিচ্ছেন ধুরন্ধর হারুন ও তার পিতা ইউছুপ ।

এ বিষয়ে অপপ্রচারের শিকার মাসুদ তাকে নিয়ে প্রকাশিত সংবাদের তিব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। কুষ্টিয়া সদর থানাধীন পৌর ১৩নং ওয়ার্ডের বারখাদা,ত্রীমহোনী এলাকার কাঠ ব্যবসায়ী মৃতঃরুস্তম মোল্লার ছেলে ইউছুপ মোল্লা ও তার ছেলে মোঃ হারুন অর-রশিদ দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে প্রায় ৫০লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।

 

পিতা-পুত্রের প্রতারণার বিষয়ে জানা যায়,হারুন ব্যাবসার নাম করে পূর্বপরিচিত বেশ কয়েকজনের নিকট থেকে প্রায় দেড় /দুই বছর আগে নিজ নামীয় চেক জমা রেখে প্রায় ৩০লক্ষ টাকা ধার নেয় এবিষয়ে ভুক্তভোগী মাসুদ বলেন, হারুন পূর্ব পরিচয়ের সূত্র ধরে তাহার ব্যবসার প্রয়োজনে গত প্রায় দেড় বৎসর পূর্বে স্থানীয় স্বাক্ষীগণের উপস্থিতিতে আমার নিকট হইতে নগদ ৯,৫০,০০০/- (নয় লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ধার হিসেবে গ্রহণ করে; তিনমাস পর সমৃদ্বয় টাকা ফেরৎ দেবে বলে।

 

উল্লেখ্য যে, বিবাদী উক্ত টাকার বিপরীতে তাহার নিজ নামীয় গ্লোবাল ইসলামী ব্যাংক ত্রিমোহনী উপশাখা কুষ্টিয়া’র হিসাব নং-১১১১০০০০১৯৬৬৫ এর স্বাক্ষরিত ২টি চেক আমাকে প্রদান করে যাহার নং-০৪২৬৬২৩,০৪২৬৬২৪ . অতঃপর উক্ত সময় অতিবাহিত হইয়া গেলেও বিবাদী আমার সমূদয় টাকা আমাকে ফেরৎ না দিয়া আজ-কাল দেব বলিয়া অদ্য পর্যন্ত আমাকে ঘুরাইতেছে।

 

উল্লেখ্য, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের লইয়া বিষয়টি সমাধান করার চেষ্টা করিলেও বিবাদীবিশৃংখলা করে। অতঃপর গত ইং ২৫/০২/২০২৫ তারিখ অনুমান দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সময় আমি হারুনের বাড়িতে উপস্থিত হইয়া উক্ত টাকা ফেরত চাহিলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতঃ এবং টাকা দিতে অস্বীকার জ্ঞাপন করিয়া টাকা আদায় করিয়া নিতে বলে। উক্ত ঘটনায় আমি থানায় মামলা করিতে চাহিলে বিবাদী আমাকে বিভিন্নভাবে যান-মালের ক্ষয়ক্ষতি করিয়া ফেলিবে মর্মে হুমকি ধামকি প্রদান করে।এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় আমি লিখিত অভিযোগ করি।

 

অতপর বিষয়টি সর্বত্র আলোচনার খোরাক হলে সাংবাদিকগন প্রকৃত বিষয় বস্তু তুলে ধরে সংবাদ প্রকাশ করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে হারুন ও তার পিতা ইউছুপ স্থানীয় সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমার নাম উল্লেখসহ আরও তিনজন পাওনাদারকে সুদেল বলে আখ্যায়িত করে “কুষ্টিয়ার ৪সুদেলের খপ্পরে পরে হারুন এখন ঘর ছাড়া” শিরোনামে বিভিন্ন অনলাইন পোর্টালে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ ছড়িয়ে দেওয়া হয়,যা আমার নজরে এসেছে।

 

ওই সংবাদে আমাকে নিয়ে যা প্রকাশ করা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট,সংবাদটি গভীরভাবে পাঠ করলে দেখা যায় আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করা হলেও আমার কোনো বক্তব্য নেওয়ার প্রয়োজন মনে করে নি উক্ত প্রতিবেদক এ থেকেই প্রমাণিত হয় উক্ত সংবাদটি মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত, এহেনো মিথ্যা ও বানোয়াট সংবাদের তিব্র প্রতিবাদ করছি।

Leave A Reply

Your email address will not be published.