কেরানীগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় দেশ জুড়ে নিন্দা ও ক্ষোভ

0 ৫৯

কেরানীগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় দেশ জুড়ে নিন্দা ও ক্ষোভ

 

নিজস্ব প্রতিবেদকঃ

 

অবৈধ সম্পদের তথ্য তুলে ধরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দেশ জুড়ে সাংবাদিক মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে। অনেক হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

গত ২৬ মার্চ রাত ৮ টার দিকে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা সংলগ্ন মোড়ে এই হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকোর) কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও দৈনিক প্রতিদিনের কাগজের সিনিয়র ক্রাইম রির্পোটার হিসাবে কর্মরত মোঃ ফয়সাল হাওলাদার। পরে তাকে ঢাকা মিডফোর্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

জানাগেছে, ঢাকার কেরাণীগঞ্জ চক বাজারের কুলি ও মাদক ব্যবসায়ী ওয়াহেদ মিয়ার আলীসান বাড়ি নামে একটি সংবাদ প্রকাশ করে। সেই রিপোর্টকে কেন্দ্র করে হামলাকারী খোলামোড়া জিয়ানগর এলাকার ওয়াহেদ মিয়া (৪৮) তার ছেলে সুমন (২৫), মেয়ে সালমা (২৭) ও ওয়াহেদ মিয়ার স্ত্রী ফাহিমা অর্তকিত হামলায় চালিয়ে এলোপাতাড়ি মারধর করে ফয়সালকে গুরুতর। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলা কারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাংবাদিক ফয়সাল হাওলাদারকে উদ্ধার করে ঢাকা মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়।

এঘটনায় আজ ২৮ মার্চ কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে৷ যার জিডি নং ১৬৭১

এবিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন জিডি পেয়েছি তদন্তপূর্বক আইনগত ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.