যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকায় ছিনতাই দুইজন আহত

0 ৩১

যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকায় ছিনতাই দুইজন আহত

 

জ্যেষ্ঠ প্রতিবেদক
২ এপ্রিল ২০২৫
রাজধানীর মোহাম্মদপুর ৪০ ফিট ও যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকায় ছিনতাইকারী ছুরিকাঘাতে মানিক মিয়া (১৮) ও ইমন (২১) নামে দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১ এপ্রিল) রাত সাড়ে ১২টায় ও আজ (বুধবার) সকাল সাড়ে ৭টার দিকে তাদের দুইজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

মোহাম্মদপুরের ৪০ ফিটে আহত মানিক মিয়ার দুলাভাই সুমন জানান, আমার শ্যালক ফুডপাণ্ডায় খাবার ডেলিভারির চাকরি করেন। রাত ১১টার দিকে বসিলার ৪০ ফিট এলাকায় খাবার ডেলিভারি দিতে গিয়ে ছিনতাইকারীরা তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার কাছে থাকা ফুডপান্ডার ব্যাগ মোবাইল ও টাকা নিয়ে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। তার বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী থানা এলাকায়।

অন্যদিকে যাত্রাবাড়ী থানার সায়দাবাদ রেল ক্রসিং এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন সেন্টমার্টিন সি ভিউ ট্রাভেল এজেন্সির সুপারভাইজার ইমন।

আহত ইমনকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু নাঈম জানান, সেন্টমার্টিন পরিবহনের সুপারভাইজার হিসেবে চাকরি করেন ইমন। ডিউটি শেষ করে তিনি গ্রামের বাড়ি বরিশাল যাওয়ার জন্য ভোরের দিকে সায়েদাবাদ রেল ক্রসিং পার হওয়ার সময় চার/পাঁচ জন ছিনতাইকারী তার গতিরোধ করে। পরে তার কোমরের নিচে ছুরি দিয়ে আঘাত করে তার কাছে থাকা ১০ হাজার টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আহত অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তার বাড়ি বরিশাল জেলার কাউনিয়া থানা এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মাসুদ জানান, রাতে মোহাম্মদপুর থেকে ও সকালে যাত্রাবাড়ী সায়েদাবাদ এলাকা থেকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

Leave A Reply

Your email address will not be published.