দূর্নীতি অনিয়ম করেও স্বপদে বহাল মাদ্রাসার সুপার
দূর্নীতি অনিয়ম করেও স্বপদে বহাল মাদ্রাসার সুপার ,
গলাচিপা থেকে মোঃ হাফিজুল ইসলাম শান্ত
পটুয়াখালীর গলাচিপা উপজেলাধীন ১১ নং চর কাজল ইউনিয়নের ছোট কাজল হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপার আবু জাফর ছালেহ এর বিরুদ্ধে জাল নিবন্ধন দিয়ে চাকরী প্রদান ও তথ্য গোপন,নিয়োগে অনিয়ম বানিজ্য, অর্থ আত্মসাৎ, মাদ্রাসায় অনুপস্থিত , বাংলাদেশ গেজেট লঙ্ঘন,অবৈধভাবে খাস জমি দখল,সরকারি আদেশ অমান্য,ভুয়া মামলা দিয়ে হয়রানি, ম্যানেজিং কমিটি সংক্রান্ত অনিয়ম সহ বেশ কিছু গুরুতর অভিযোগ থাকলেও স্বপদে বহাল।
সুপার আবু জাফর ছালেহ এর বিরুদ্ধে এই নিয়ে দীর্ঘ ৭ মাস শিক্ষার্থী অভিভাবক এলাকার সর্বস্তরের জনগণ মানববন্ধন ও বিক্ষোভ করলেও প্রশাসন দৃশ্যমান কোনো ব্যবস্থা নিচ্ছে না। রোজ রবিবার ১৩ই এপ্রিল সকাল ১১টায় সুপার আবু জাফর সালেহ বহিরাগতদের নিয়ে মাদ্রাসায় প্রবেশ করলে মাদ্রাসার সকল শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ও তাদের সাথে এলাকার সর্বস্তরের জনগণ একাত্মতা ঘোষণা করে বিক্ষোভ করেন।
পরিবেশ উত্তপ্ত হওয়ায় পুলিশ গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে এনে নিরাপত্তা দিয়ে বের করে নিরাপদ স্থানে নিয়ে আসেন সুপার কে।
এবিষয় শিক্ষার্থীরা বলেন, সুপার থাকলে আমরা অনির্দিষ্ট কালের জন্য ক্লাস বর্জন করব। অভিভাবকরা বলেন মাদ্রাসায় এই পরিবেশ থাকলে আমরা এই প্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের পড়াবো না।
এবিষয় স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ বলেন,খুব দ্রুত বিষয়টি সুষ্ঠ সমাধানের জন্য সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয় সুপারের বক্তব্য নিতে চাইলে তিনি বক্তব্য দিতে অনীহা প্রকাশ করেন।