আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে র‌্যালির আয়োজন

0

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে র‌্যালির আয়োজন

 

জ্যেষ্ঠ প্রতিবেদক

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে র‌্যালির আয়োজন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

ফেডারেশনের ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বৃহস্পতিবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইল মোড় থেকে র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালিটি কাকরাইল থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

ফেডারেশনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুহিব্বুল্লাহর নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন, ফেডারেশনের উপদেষ্টা নাজিমুদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, আতাউর রহমান সরকার, ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবুর রহমান ভুইয়া, মহানগরী উত্তরের সেক্রেটারি এ এইচ এম আতিকুর রহমান প্রমুখ।

 

Leave A Reply

Your email address will not be published.