যাত্রাবাড়ীতে পুলিশ সদস্য হত্যার ঘটনায় স্ত্রীসহ ৬ জন গ্রেফতার 

0 ১৮

যাত্রাবাড়ীতে পুলিশ সদস্য হত্যার ঘটনায় স্ত্রীসহ ৬ জন গ্রেফতার

 

নিজস্ব সংবাদদাতা :

বৃহস্পতিবার (১ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

গ্রেফতাররা হলেন- নিহত পুলিশ সদস্যের স্ত্রী মোছা. সালমা বেগম (৩২), মোছা. মরিয়ম বেগম ওরফে মলি (৩৮), ফজলে রাব্বি ওরফে শুভ (২৩), পলি বেগম (৩৫), মো. কায়েচ হাওলাদার (৩৪) ও অপর এক কিশোর।

গত সোমবার (২৮ এপ্রিল) সকালে দয়াগঞ্জ বটতলা জজ মিয়ার বাড়ির ভাড়া বাসার গেটের কাছে থেকে পুলিশ সদস্য হুমায়ূন কবিরের মরদেহ উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই খোকন হাওলাদার বাদী হয়ে ২৯ এপ্রিল যাত্রাবাড়ী থানায় মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, হুমায়ূন কবির ডিএমপির পরিবহন বিভাগে জলকামান ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। মো. রাজিব হোসেন নামে এক আত্মীয়ের সঙ্গে সালমা বেগমের অনৈতিক সম্পর্ক ছিল। জানজানি হওয়ার পর গত ২৫ এপ্রিল একটি পারিবারিক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সালমা বেগম ও তার ভাই মো. মানিকের সঙ্গে পুলিশ সদস্য হুমায়ূন কবিরের বাগবিতণ্ডা হয়। এর জেরে নিহত হুমায়ূন কবিরের স্ত্রী সালমা বেগম ও তার পরকীয়া প্রেমিক রাজিব হোসেন এবং ওই ভবনের চারতলায় থাকা তার আত্মীয় মরিয়মসহ আরও কয়েকজন মিলে হুমায়ূনকে শ্বাসরোধ করে হত্যা করেন।

Dhaka post news কে তালেবুর রহমান জানান, নিহত হুমায়ূনের দুই সন্তান ও পরিবারের সদস্যদের দেয়া তথ্যের ভিত্তিতে গত বুধবার (৩০ এপ্রিল) রাতে যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে স্ত্রী মোছা. সালমা বেগম ও মো. মরিয়ম বেগম ওরফে মলিকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যে আজ (১ মে) ভোর ৫টার দিকে বরিশাল জেলা থেকে শুভ, রাফি, পলি ও কায়েসকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে নিহত হুমায়ূনের দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.