ফেসবুকে নারী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার থানায় অভিযোগ

0 ৪৪

কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ফেসবুকে নারী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার থানায় অভিযোগ

 

পপি আক্তার,ময়মনসিংহঃ

 

 ময়মনসিংহের কোতোয়ালী থানার পরানগঞ্জ ইউপির ছাতিয়ান তলা বাসিন্দা ও বঙ্গ সংবাদ পত্রিকার কার্ডধারী সাংবাদিক মাহমুদুল্লাহ রিয়াদ এর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন এক নারী সাংবাদিক।

 

ভুক্তভোগী ওই নারী সাংবাদিক এ ব্যাপারে শনিবার ৩রা মে দুপুরে কোতোয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মাহমুদুল্লাহ রিয়াদ ওই নারীকে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে নানান কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। সাম্প্রতিক এর নারী সাংবাদিককের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। গত শুক্রবার ২রা দুপুরে ফেসবুকে ফেক আইডির মাধ্যমে ওই নারীর সাংবাদিকতার স্বামীর ছবি দিয়ে পোস্ট করেন। পোস্টটি ওই নারীর সাংবাদিকের নজরে আসলে সে তার সাথে যোগাযোগ করে, মোবাইল ফোনের মাধ্যমে মাহমুদুল্লাহ রিয়াদ তাকে অশ্লীল ভাষায় গালমন্দ করে এবং ধর্ষণের হুমকি দেয়‌। এছাড়াও ওই নারীর সাংবাদিকের বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় অপপ্রচার চালাবে বলে উল্লেখ করে, পরে নিরাপত্তার কথা চিন্তা করে ময়মনসিংহ কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন।

 

স্থানীয় সাংবাদিকরা নাম প্রকাশ না করা শর্তে তারা জানান, মাহমুদুল্লাহ রিয়াদ একজন লম্পট সে বিভিন্ন সময় নারী সহকর্মীকে এ ধরনের কুপস্ত দিয়ে আসে, তার কথায় রাজি না হলে সে অপপ্রচার করে, ওই নারী সাংবাদিককে সমাজের কাছে বের করার জন্য ফেসবুকে ফেক আইডি খুলে তার বিরুদ্ধে অপপ্রচার করে।

 

স্থানীয় আরো এক নারীর সাংবাদিক বলেন কথিত সাংবাদিক মাহমুদুল্লাহ রিয়াদ আমার বিরুদ্ধেও আমার সহকর্মীদের কাছে অপপ্রচার করছে, আমাকেও এমন প্রস্তাব করেছিল আমি এতে রাজি না হওয়া, আমার বিরুদ্ধেও বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে আসছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

 

কোতোয়ালী থানার ওসি মোঃ শফিকুল ইসলাম খান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান তদন্ত চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.