আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও পাঁচ সদস্য গ্রেফতার

0
*ডিবির অভিযানে ২৪ ঘন্টায় সাবেক এমপিসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও পাঁচ সদস্য গ্রেফতার*
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপিসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো- ১। একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৪৯ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের কুমিল্লা উত্তর জেলার সহ-সভাপতি সেলিনা ইসলাম (৫০) ২। চৌদ্দগ্রাম কুমিল্লার সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া ওরফে হাসান ৩। চাঁদপুর জেলার মতলব দক্ষিণ পৌরসভার তিনবারের মেয়র এবং মতলব দক্ষিণ পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আওলাদ হোসেন লিটন (৫৪) ৪। মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও মাদারীপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিসেস নার্গিস আক্তার (৫৪) ও ৫। শাহবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মাহমুদ হোসেন (৩৪)।
ডিবি সূত্রে জানা যায়, শনিবার (১০ মে ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০১:০৫ ঘটিকায় রাজধানীর গুলশান এলাকা থেকে সেলিনা ইসলামকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম। অন্যদিকে শুক্রবার ডিবি-লালবাগ বিভাগের একটি দল রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় রাজধানীর টিকাটুলি এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুস সোবহান ভূঁইয়াকে গ্রেফতার করে।
ডিবি সূত্রে আরও জানা যায়, শনিবার রাত আনুমানিক ০১:১০ ঘটিকায় বুসন্ধরা আবাসিক এলাকা থেকে মোঃ আওলাদ হোসেন লিটনকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম। অন্যদিকে ডিবি-উত্তরা বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর রোড এলাকা থেকে রাত আনুমানিক ০৩:৩৫ ঘটিকায় মিসেস নার্গিস আক্তারকে গ্রেফতার করে। শুক্রবার রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় রাজধানীর বকশীবাজার এলাকা মাহমুদ হোসেনকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম।
গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল।
Leave A Reply

Your email address will not be published.