মিরপুরে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

0 ২৬

 

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে দিন-দুপুরে গুলি করে এক ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক জাহিদুল হক (৫৫) বাদী হয়ে মামলাটি করেছেন।

 

মঙ্গলবার (২৭ মে) রাতে ডিএমপির মিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন তিনি। মামলায় ৬ থেকে ৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলায় ভুক্তভোগী অভিযোগ করেন, দুর্বৃত্তরা তাকে গুলি করে এবং ছুরিকাঘাত করে তার কাছ থেকে ২১ লাখ ৭০ হাজার টাকা, ৩৫০০ ইউএস ডলার ও ১১০০ সৌদি রিয়াল ছিনিয়ে নিয়ে যায়।

বুধবার (২৮ মে) মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমান বলেন, আহত ভুক্তভোগী গতকাল রাতে মামলাটি করেছেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ছয় থেকে সাত জন। আমরা ইতোমধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছি। তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য আমাদের একাধিক টিম মাঠ পর্যায়ে কাজ করছে। আশা করি, তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

গত মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে মিরপুর-১০ নম্বর ভুক্তভোগী ব্যবসায়ীকে গুলি করে টাকা ও বিদেশী মুদ্রা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। গুলিতে মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫) গুরুতর আহত হয়েছেন। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Leave A Reply

Your email address will not be published.