জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
জাতীয় নাগরিক পার্টির সামনে ককটেল বিস্ফোরণ: কেন্দ্রীয় সংগঠক মোঃ সজীব হোসেনের তীব্র নিন্দা
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত প্রদর্শনী চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনাটি রাজনৈতিক পরিসরে উদ্বেগ, ক্ষোভ ও প্রতিবাদের জন্ম দিয়েছে।
জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মোঃ সজীব হোসেন ঘটনার দুই মিনিট আগেই স্থানটি ত্যাগ করেছিলেন। পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রতিক্রিয়ায় তীব্র নিন্দা জানিয়ে লেখেন—
“ভয়ের ককটেল আমাদের স্বপ্ন থামাতে পারবে না। যারা আতঙ্ক ছড়িয়ে পথ রুদ্ধ করতে চায়, তারা ভুলে যাচ্ছে—আমরা থামি না, আমরা সামনে যাই।”
তিনি আরও বলেন,
“এ ধরনের কাপুরুষোচিত হামলা প্রমাণ করে, পরিবর্তনের পথে আমরা সঠিক আছি। যারা অন্ধকারের প্রতিনিধি, তারাই আলোকে ভয় পায়। আমরা ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রের জবাব দেব।”
জাতীয় যুব শক্তির অন্যান্য নেতাকর্মীরাও এই ঘটনার নিন্দা জানিয়ে, শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা হিসেবে একে আখ্যা দিয়েছেন।