কুমিল্লা বানিজ্য মেলা থেকে ফেরার পথে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

0 ২৬

কুমিল্লা বানিজ্য মেলা থেকে ফেরার পথে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

 

মোস্তফা কামাল মজুমদার

কুমিল্লা কুটির শিল্প ও বানিজ্য মেলা থেকে বাড়ি ফেরার পথে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশা সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহীর মধ্যে দুইজন নিহত হয়েছেন। একজন গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি হসপিটালে চিকিৎসাধীন। ৩০ জুন (সোমবার) রাতে কুমিল্লা কুটির শিল্প ও বাণিজ্য মেলা থেকে বাড়ি ফেরার পথে সদর দক্ষিণ উপজেলার রতনপুর দক্ষিণ বাজার বাহারুল উলুম মাদ্রাসা সংলগ্ন সড়কের ইউটার্নে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের রাইপুর গ্রামের চা দোকানদার জামাল হোসেনের একমাত্র ছেলে মোঃ সাগর (১৯) ও সুলতান আহমেদের ছেলে সোহেল রানা (৩০)। আহত মোঃ হাসান (২২) একই এলাকার তাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও পরিবারসূত্রে জানা যায়, বানিজ্য মেলা দেখার জন্য ঘটনার দিন সন্ধ্যায় মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হয় সোহেল, হাসান ও সাগর। রাতে মেলা থেকে ফেরার পথে একটি অটোরিকশা ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেলের সাথে সজোরে ধাক্কা লেগে মোটরসাইকেলের তিন আরোহীর মধ্যে ঘটনাস্থলেই সাগরের মৃত্যু হয়। অপর দু’জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহেল। দুই যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ওসি জানান, মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে মোটরসাইকেলর একজন ঘটনাস্থলে অন্যজন আরোহী হাসপাতালে মারা যায়।

Leave A Reply

Your email address will not be published.