এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

0 ৭০

নেত্রকোণায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

 

নেত্রকোণা প্রতিনিধিঃ

‘সময়ের সাথে আগামীর পথে’এ স্লোগানে দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি ২৩ বছরে পদার্পণ উপলক্ষে নেত্রকোণায় কেক কাটা, আলোচনা সভা, বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে নেত্রকোণার পৌর শহরের মোক্তারপাড়ায় কালেক্টরেট স্কুলে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ও বক্তব্য দেন, জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

বিশেষ অতিথির বক্তব্য দেন,পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ, বিশেষ অতিথি জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার।

এনটিভি’র স্টাফ করেসপন্ডেন্ট ভজন দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, সাবেক সাধারণ সম্পাদক এম.মোখলেছুর রহমান খান, কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু সরকার, হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা সভাপতি সত্যেন্দ্র পাল, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইনজীবী খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী।
এ সময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক ছাড়াও শহরের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে কালেক্টরেট স্কুল মাঠে প্রধান অতিথি বনানী বিশ্বাস ও বিশেষ অতিথি মীর্জা সায়েম মাহমুদ ফলজাত গাছের চারা রোপন করেন এবং শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করেন।

Leave A Reply

Your email address will not be published.